গাজায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা সেনার প্রধান ! দাবি করল ইজরায়েল

By Bangla News Dunia Dinesh

Published on:

drones-from-lebanon-targeted-israel-pm-benjamin-netanyahu-residence

Bangla News Dunia, Pallab : গাজায় (Gaza) মৃত্যু হামাসের সামরিক গোয়েন্দা সেনার প্রধান ওসামা তাবাশের। শুক্রবার এমনটা দাবি করেছে ইজরায়েল (Israel)।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

ইহুদি দেশটির সেনা তাদের বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ গাজায় (Southern Gaza) অভিযানে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলার সময় হামাসদের (Hamas) অনুপ্রবেশের পরিকল্পনাকারী এবং সমন্বয়ক ওসামা তাবাশকে ‘নির্মূল’ করা হয়েছে। ওসামা তাবাশ হামাস জঙ্গি গোষ্ঠীর নজরদারি এবং স্থলভাগে যুদ্ধ কৌশল ইউনিটের প্রধানও ছিলেন। যদিও এবিষয়ে এখনও হামাসের তরফে কিছু জানানো হয়নি।

মঙ্গলবার ভোর থেকে গাজা ভূখণ্ডে ফের হামলা শুরু করেছে ইজরায়েল। হামলায় ইতিমধ্যেই ৬০০ জনের বেশি মৃত্যুর দাবি করা হয়েছে গাজার সরকারের তরফে। হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় গাজার সরকারের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্তা নিহত হয়েছেন। আটক অবশিষ্ট পণবন্দিদের মুক্তি না দিলে গাজায় আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন