গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : গাজায় (Gaza) ইজরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন ৪০০ জনেরও বেশি মানুষ। জখম হয়েছেন অনেকে। গাজার এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতও (India)। বুধবার এই নিয়ে ভারতের বিদেশমন্ত্রক (MEA) একটি বিবৃতি জারি করেছে। সরকারি বিবৃতিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) গাজার নাগরিকদের প্রতি মানবিক সহায়তা অব্যাহত (Humanitarian aid) রাখার পক্ষে কথা বলেছেন।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

বুধবার বিদেশমন্ত্রকের এই বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। সকল পণবন্দিকে মুক্তি দেওয়া অপরিহার্য। গাজার নাগরিকদের জন্য মানবিক সহায়তা চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চালু হওয়ার পর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা বলে জানা গিয়েছে। প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়েছে ১ মার্চ। ইজরায়েল ইতিমধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করার জন্য হামাস গোষ্ঠীর উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছে। কখনও গাজায় ত্রাণ পাঠানো বন্ধ করেছে, কখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে। অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত বদলানোর প্রস্তাব দিয়েছিল ইজরায়েল। কিন্তু হামাস সেই প্রস্তাব প্রত্যাখান করে দেয়। এরপরেই গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন