Bangla News Dunia, Pallab : গাজা (Gaza) অধিগ্রহণ করতে পারে ইজরায়েলি সেনাবাহিনী (Israeli Army)। সম্প্রতি এই মর্মে প্রস্তাব পাশ করেছে ইজরায়েলের পার্লামেন্ট। তারপরই সেখানকার মন্ত্রীসভার বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।
আরও পড়ুন : ভারতের উত্থান সহ্য করতে পারছেন না ! ট্রাম্পকে কটাক্ষ করলেন রাজনাথ
তিনি অবশ্য গাজা অধিগ্রহণের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘গাজা দখলের পরিকল্পনা আমাদের নেই। আমরা হামাসকে পুরোপুরি মুছে ফেলে গাজাবাসীর গ্রহণযোগ্য সরকার গঠন করতে চাইছি।’
ইজরায়েলের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহে উদ্বেগ ছড়িয়েছে গোটা আরব ভূখণ্ডে। গাজার বাসিন্দাদের বড় অংশ ভিটেমাটি ছাড়তে অস্বীকার করেছেন। এদিকে প্যালেস্তাইন (Palestine) ইস্যুতে ক্রমশ একজোট হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ গুলি। ২০টি মুসলিম দেশ যৌথ বিবৃতি জারি করে ইজরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। ইজরায়েলের গাজা অধিগ্রহণকে ‘বিপজ্জনক এবং প্ররোচনামূলক’ বলেছে তারা। বিবৃতিতে সই করেছে মিশর, সৌদি আরব, তুরস্ক, জর্ডন, কাতারের মতো দেশ। সেখানে বলা হয়েছে, ‘এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক নিয়মনীতির সম্পূর্ণ বিরোধী। একটি অবৈধ দখলদারিত্বকে বৈধতা দেওয়ার নেতিবাচক চেষ্টা।’
রবিবার মিশরের প্রেসিডেন্ট আবদুল ফতে আল সিসির (Abdul Fattah Al-Sisi) সঙ্গে দেখা করেছেন তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান (Hakan Fidan)। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিদান বলেন, ‘এই ঘৃণ্য উদ্যোগের বিরুদ্ধে মুসলিম দেশগুলির ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমাদের আন্তর্জাতিক জনমতকে এ ব্যাপারে সচেতন করতে হবে।’ গাজা থেকে প্যালেস্তিনীয়দের উচ্ছেদের যে কোনও চেষ্টার বিরোধিতা করা হবে বলে জানিয়েছে সৌদি আরব। প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইজরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে না যাওয়ার কথা ঘোষণা করেছে সৌদি সরকার।
ইজরায়েলের কড়া নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের (United Nation) মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘ইজরায়েলের পরিকল্পনা অত্যন্ত বিপজ্জনক। এর ফলে গাজায় মানবিক সংকট আরও তীব্রতর হবে। দু’পক্ষের হেপাজতে থাকা পণবন্দিদের জীবন বিপন্ন হবে এবং বাস্তূচ্যুত হবেন অগুনতি মানুষ।’ আমেরিকা পাশে থাকলেও গাজা ইস্যুতে ইজরায়েল যে ক্রমশ একঘরে হয়ে পড়ছে, তা নিয়ে ধোঁয়াশা নেই। প্যালেস্তাইনের সমর্থনে বিক্ষোভ চলছে আমেরিকা এবং ইউরোপের নানা জায়গায়। আন্দোলন মোকাবিলা করতে হিমসিম খেতে হচ্ছে সরকারগুলিকে। আমেরিকায় প্যালেস্তাইনপন্থী বিক্ষোভের আঁতুড়ঘরে পরিণত হয়েছে হার্ভার্ড ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। আন্দোলন ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও। এর জেরে বিশ্ববিদ্যালয়টিকে ১০০ কোটি ডলার জরিমানা করেছে ট্রাম্প সরকার। জরিমানার টাকা শোধ না করলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অনুদান বন্ধের হুমকি দিয়েছেন খোদ ট্রাম্প।
কিছুদিন আগে প্যালেস্তাইন অ্যাকশন গ্রুপ নামে একটি সংগঠনকে নিষিদ্ধ করেছে ব্রিটিশ সরকার। তারপরেও ওই সংগঠনের ব্যানারেই বিক্ষোভ হচ্ছে লন্ডনে। শুধু ওয়েস্টমিনস্টারের পার্লামেন্ট স্কোয়ার থেকে প্যালেস্তাইন অ্যাকশন গ্রুপের ৪৬৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়