গাড়িতে উঠলেই বমি পায়? ‘মোশন সিকনেস’-এর প্রতিকারে উপায় জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাঙালির পায়ের তলায় সর্ষে। তাই অফিসের লম্বা ছুটি না পেলেও, সময় বার করে গাড়ি নিয়েই বেরিয়ে পড়েন কেউ কেউ।

তবে গাড়িতে করে কোথাও বেড়াতে গেলে অনেকের বমি-বমি ভাব হয়। ‘মোশন সিকনেস’-এর কারণেই এমনটা হয় মূলত।

গাড়িতে উঠে যাতে বমি না হয়, তার জন্য অনেকেই নানা ওষুধ খান। তবে তাতে বিশেষ কিছু লাভ হয় না।

গাড়িতে করে ঘুরতে গেলে কী ভাবে বমি আটকাবেন, কী ভাবেই বা চাঙ্গা রাখবেন শরীর? রইল হদিস।

গাড়িতে উঠে বমি পাওয়ার প্রবণতা থাকলে, গাড়িতে ওঠার আগে ভরপেট খাওয়া উচিত নয়। হালকা খাবার খেয়ে গাড়িতে উঠুন। সঙ্গে বমির ওষুধ রাখতে পারেন।

আরও পড়ুন:- DVC জল ছাড়লে পাল্টা রুখবে মমতার তৈরি ড্যাম, কী প্ল্যান করছেন মুখ্যমন্ত্রী ? জেনে নিন

শরীরে জলের অভাব ঘটলে বমি হওয়ার আশঙ্কা বেশি। তাই বলে গাড়িতে উঠে বমি পেলে ভুল করেও জল খেয়ে নেবেন না। এতে সমস্যা বাড়বে।

গাড়িতে উঠেই অস্বস্তি শুরু হলে হালকা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন। তা হলে আর সমস্যা হবে না।

গাড়িতে বমি হওয়ার ধাত থাকলে সঙ্গে রাখতে পারেন এলাচের বীজ। কয়েকটি বীজ মুখে পুরলে বমি ভাব কেটে যেতে পারে।

গাড়িতে এসি চললে জানলা বন্ধ রাখতে হয়। বদ্ধ পরিবেশে বমি পেতে পারে। তাই দূরের রাস্তায় গাড়িতে গেলে এসি বন্ধ করে জানলা খুলে বাইরের খোলা হাওয়া উপভোগ করুন।

আরও পড়ুন:- ৮ আগস্টের মধ্যে KYC না করলেই ফ্রিজ হবে অ্যাকাউন্ট! সতর্ক করল এই ব্যাঙ্ক

আরও পড়ুন:- ডিম কীভাবে খেলে পুষ্টি সবচেয়ে বেশি পাবেন ? কি বলছেন পুষ্টিবিদরা জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন