‘গায়েব মোদি’ বনাম ‘কংগ্রেস পাকিস্তানের সমর্থক’! পোস্টার যুদ্ধে সরগরম জাতীয় রাজনীতি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Attack) সর্বদল বৈঠকে হাজির ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এমন একটি জরুরি বৈঠকে মোদির গরহাজির নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর মুন্ডুহীন ছবি পোস্ট করে কংগ্রেস (Congress)। ছবির ক্যাপশনে লেখা, ‘গায়েব।’ এই ইস্যুতে এবার কংগ্রেসকে একহাত নিয়ে বিজেপির (BJP) পালটা দাবি ‘কংগ্রেস পাকিস্তানের সমর্থক। এদের লস্কর ই পাকিস্তান বললেও ভুল বলা হবে না।’

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

মঙ্গলবার দিল্লিতে কংগ্রেসের পোস্ট নিয়ে সাংবাদিক বৈঠক থেকে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন,  ‘কংগ্রেস পাকিস্তানের সমর্থক। আমাদের দেশে একটি রাজনৈতিক দল রয়েছে, তাদের যদি আমরা লস্কর ই পাকিস্তান কংগ্রেস বলি তবে ভুল বলা হবে না। কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় মোদির যে ছবি শেয়ার করেছে তাতে পাকিস্তানকে জোরালো বার্তা দেওয়া হয়েছে যে, পাকিস্তান সমর্থক মিরজাফররা এখানে রয়েছে। রাহুল গান্ধির নির্দেশে এই পোস্ট করা হয়েছে। এই পোস্ট দেশবাসীর জন্য লজ্জার। এই কঠিন সময়ে ভারতকে দুর্বল করার জন্য লস্কর ই পাকিস্তান কংগ্রেসের এক ঘৃণ্য প্রচেষ্টা।’

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

অন্যদিকে, মোদির এই পোস্টার বিতর্ক নিয়ে পালটা মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন,  এমন পরিস্থিতিতে সর্বদল বৈঠকে কেন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আমরা ২২ এপ্রিল মোদির উপস্থিতিতে সর্বদল বৈঠকের দাবি জানিয়েছিলাম। প্রধানমন্ত্রীর উচিত সংসদে বিশেষ অধিবেশন ডেকে এই বিষয়ে আলোচনা করা এবং ঠিক কী হয়েছে তা জানানো। এখানে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। কংগ্রেসের একটাই নীতি তা হল, এই কঠিন সময়ে একজোট হওয়া।’

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

তবে কংগ্রেসের পোস্ট নজর কাড়ে পাকিস্তানের (Pakistan)। প্রাক্তন পাক মন্ত্রী ফাওয়াদ আহমেদ হুসেন চৌধুরী এই পোস্ট শেয়ার করেন। সঙ্গে লেখেন, ‘গাধার মাথা থেকে শিং হারিয়ে যাওয়ার কথা শুনেছিলাম। এখানে মোদি নিজেই নিখোঁজ হয়ে গিয়েছেন। দুষ্টু কংগ্রেস।’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন