Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> বাইরে থেকে একটা লোক দরজা নক করছে………
ভেতর থেকে: কে…???
বাইরে থেকে: আমি।
ভেতর থেকে: আমি কে???
বাইরে থেকে: আরে… আপনি কে আমি কি করে বলব???
> বাবা: কিরে, তোকে না বলেছিলাম পাশ করলে সাইকেল কিনে দেব। তবুও তুই ফেল করলি!
পড়া বাদ দিয়ে কী করছিলি হুম???
ছেলে: বাবা, আমি সাইকেল চালানো শিখছিলাম!!!!
> রামের মাথায় চাটি মারার জন্য গ্রামের মোড়ল শ্যামকে ৫০ টাকা জরিমানা করলেন।
রাম বলল, ‘আমার কাছে ৫০ টাকা নেই। ঠিক আছে, আমি বাড়ি থেকে এনে দিচ্ছি।’
বাড়ি গিয়ে শ্যাম আর ফিরে আসে না। কয়েক ঘণ্টা পার হয়ে গেলে রাম শেষে ধৈর্য হারিয়ে ফেলে মোড়লের মাথায় একটি চাটি মেরে বলল,
‘আমি যাই, আমার সময় নেই। টাকাটা আপনি নিয়ে নিয়েন।’
আরও পড়ুন:- আয়ুর্বেদিক পদ্ধতিতে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পান। কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন
> যদু ও মধুর মধ্যে কথোপকথন-
যদু : আমার বাবা এতই মোটা যে ক্রিকেট খেলা দেখার সময় বাবা যখন টিভির সামনে দিয়ে হেঁটে যান তখন…
মধু: তখন কী?
যদু : দু’একটা বল মিস করে ফেলি (একটা ওয়াইডসহ)।
মধু : আর আমার বাবা এতই মোটা যে কোনো ব্রিজে হাঁটতে গেলে…
যদু : হাঁটতে গেলে কী হয়?
মধু : তার কাছে টোল দাবি করে!
> স্বামী : আমি আমার বেতন নিয়ে খুব খুশি। কিন্তু বিয়ের পর এখন আমরা দু’জন। আমার এ বেতন তোমার খরচ ও প্রয়োজনীয় জিনিসের জন্য কি ঠিক আছে?
স্ত্রী : অবশ্যই ঠিক আছে। তোমার এ বেতন আমার জন্য অনেক বেশি, কিন্তু আমি ভাবছি তোমার কী হবে?
> গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে বলছেঃ
গার্লফ্রেন্ডঃ তুমি আমাকে কিস করতে পারবেনা!!
স্পর্শ করতে পারবেনা
আমাকে কিস করার জন্য জোর করতে পারবেনা!!
এমনকি কোন কিছুর জন্যই জোর করতে পারবেনা!
আর বার বার আই লাভ ইউ শুনতেও আমার ভালো লাগেনা!!!
বয়ফ্রেন্ডঃ . . . . . . .. . . . .
দিদি বাড়িতে যান আপনের বাবা মা চিন্তা করছেন!!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)
আরও পড়ুন:- কাকভোরে সমুদ্রে সুনিতাদের সফল অবতরণ, দেখুন গায়ে কাঁটা দেওয়া VIDEO
আরও পড়ুন:- বোনাস নিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, বিস্তারিত জেনে নিন