গালওয়ান এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা বাড়িয়েছে চীন ,জানুন চীনের কর্মকান্ড

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,  S. Datta Roy :-     ১৫ জুনের রাতের সেই ভয়াবহ সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে সামরিক ,কূটনৈতিক নানা স্তরে আলোচনা হয়েই চলেছে। কিন্তু এতসব কিছুর মধ্যে আসল হল গালওয়ান উপত্যকার বর্তমান অবস্থা। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে -১৬ জুন -২৩ জুনের মধ্যে গালওয়ান উপত্যকা এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে ৩০ % সেনা বাড়িয়েছে বেজিং। এর পাশাপাশি বাঙ্কারের সংখ্যাও বাড়িয়েছে। গালওয়ান উপত্যকায় যেখানে দুই দেশের সংঘাত হয়েছিল সেখানে পিএলএ ৭ দিনের মধ্যে সেনা চৌকি বানিয়ে ফেলেছে।

চীনের সেনাবাহিনী ঐখানেই সারা দিনরাত ঘাঁটি গেড়ে বসে আছে। তার উল্টোদিকে ভারতীয় সেনার চৌকি থাকলেও তারা সংখ্যায় খুব কম। শুধু তাই -ই নয় পূর্ব লাদাখের অন্যান্য জায়গাগুলি যেগুলি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেসব জায়গাতেও চীন ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে। যেমন -প্যাংগং লেক ,দৌলতবাগ ওল্ডি ,গোগরা হট স্প্রিং ,ডেপসাং উপত্যকা প্রভৃতি। প্যাংগং  লেকের ৪ ফিঙ্গার অবদি চীনা  সেনা এসে পড়েছে যেটা ভারতের সীমান্তের ৮ কিমি পর্যন্ত ভিতরে। তাই প্যাংগং লেক এলাকায় ভারতীয় সেনার নজরদারি বাড়ানো হয়েছে।

রিকের সম্মেলনে উভয় দেশই উভয় দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক বিধি লঙ্ঘনের অভযোগ করলো। দু -পক্ষের ক্রমাগত েকে অপরকে অভিযোগের ফলে বুধবার পুনরায় সীমান্তে দুই দেশের মধ্যে বৈঠক হয়েছে ,তাতে ঠিক হয় -৬ জুনের কথা মতো দুই বাহিনীই পিছু হবে। প্রাক্তন সেনা প্রধান জেনারেল দীপক কাপুর বলেন – ‘ চীন পরিকল্পনা করেই আগ্রাসী হয়েছে। পূর্ব লাদাখের বিস্তীর্ণ এলাকায় অস্থিরতা তৈরী করাটাই ওদের মূল উদ্দেশ্য। ‘বিশেষজ্ঞরা মনে করছেন -সীমান্ত সমস্যা খুব দ্রুত মিটবে না।

Highlights

১.  গালওয়ান উপত্যকা এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে ৩০ % সেনা বাড়িয়েছে বেজিং। 

২.  প্যাংগং  লেকের ৪ ফিঙ্গার অবদি চীনা  সেনা এসে পড়েছে যেটা ভারতের সীমান্তের ৮ কিমি পর্যন্ত ভিতরে।

৩.  চীন পরিকল্পনা করেই আগ্রাসী হয়েছে।

সীমান্ত সংঘর্ষ    #  চীন – ভারত    #  প্যাংগং লেক 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন