গিগ কর্মীদের আন্দোলনের পর অবশেষে বন্ধ হলো ১০ মিনিটের ডেলিভারি পরিষেবা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

গিগ কর্মীদের নিরাপত্তা ও কাজের ঝুঁকির কথা বিবেচনা করে অবশেষে বন্ধ করল ‘১০ মিনিটে ডেলিভারি’ পরিষেবা।  কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্যের হস্তক্ষেপে Blinkit, Zepto-সহ একাধিক কুইক কমার্স প্ল্যাটফর্ম গুলো গ্রাহকদের কাছে ১০ মিনিটের মধ্যে পণ্য সরবরাহ করার দাবি করে তাদের ডেলিভারি সময়সীমা তুলে নিতে বলেছেন এবং তুলে নিতে সম্মত হয়েছে।  দ্রুত ডেলিভারির চাপ থেকে ডেলিভারি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা সংসদে বেশ কয়েকবার গিগ কর্মীদের কষ্ট ও দুর্দশার বিষয়টি তুলে ধরলেও ফলস্বরূপ কিছু হয়নি।

প্রসঙ্গত, গিগ’ কর্মীরা অভিযোগ করেন, তাঁরা দিনে ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করেন।  কিন্তু সব মিলিয়ে দিনে হাজার টাকাও আয় হয় না।  প্রতিবাদ করলেই আইডি ব্লকের হুমকি দেওয়া হয়।  যদিও বছর শেষ ও নতুন বছরের প্রথম দিনে বাড়তি ইনসেনটিভ দেওয়ার কথা জানিয়েছিলো এই সংস্থাগুলো কর্মীদের।

এই প্রেক্ষাপটেই গত ৩১ ডিসেম্বর থেকে দেশজুড়ে গিগ কর্মীরা কর্মবিরতিতে যান।  শ্রমিক সংগঠনগুলির দাবি অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহে প্রায় ২ লক্ষের বেশি ডেলিভারি রাইডার এই আন্দোলনে অংশ নেন। তাঁদের অভিযোগ ছিল, ‘১০ মিনিটে ডেলিভারি’ মডেলের চাপেই রাস্তায় অতিরিক্ত গতিতে বাইক চালাতে বাধ্য হতে হচ্ছে, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন