গুগল অ্যাডসেন্স দিয়ে বাড়িতে বসেই অনলাইনে কিভাবে ইনকাম কলরবেন ? দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাড়িতে বসে সহজেই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইচ্ছা অনুসারে আয় করার উপায় সম্পর্কে অনেকেই জানতে ইচ্ছুক থাকেন। কিন্তু সঠিক পদ্ধতি না জানার জন্য অনেকেই ইচ্ছা থাকলেও পিছিয়ে আসেন এবং এই কারণের জন্য অনেকেই আছেন যারা সেই অন্য কারোর চাকরি করতে বাধ্য হন। আজকে এই আলোচনার মাধ্যমে আমরা এই Google Adsense এর মাধ্যমে সহজে কীভাবে রোজগার করা শুরু করবেন সেই নিয়ে আলোচনা করতে চলেছি।

Google Adsense Earnings in India 2025

অ্যাডসেন্সের মাধ্যমে নিজেদের রোজগার শুরু করার জন্য আপনাদের নিজস্ব কোন ওয়েবসাইট থাকতে হবে বা যদি কেউ চান তাহলে সে কোন না কোন বিষয়ের ওপরে নিজের একটা YouTube Channel ও খুলতে পারে এবং এই উভয় পদ্ধতি মেনে তারা ভালো টাকা রোজগার করতে পারবে। মুলত গুগলের তরফে বিজ্ঞাপন দেখিয়ে এই রোজগারের সুযোগ দেওয়া হয় কন্টেন্ট ক্রিয়েটারদের।

গুগল অ্যাডসেন্স থেকে আয় কীভাবে শুরু করবেন?

এখন দেশ ও দুনিয়ার সব কোম্পানি গুলো গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য নানা ধরণের মার্কেটিং কৌশল ফলো করছে, আর এই সকল কিছুর মধ্যে বিজ্ঞাপন অন্যতম। আমরা পথে ঘাটে বের হলেই দেখতে পাই যে নানা জায়গায় অনেক ধরণের বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়। কিন্তু যেহেতু এই যুগ ডিজিটালের তাই অনেক কোম্পানি গ্রাহকদের কাছে নিজেদের সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য অনলাইন পদ্ধতি অবলম্বন করেছে।

আরও পড়ুন:- দিল্লির জোরালো কম্পনে লুকিয়ে কোন বিপদ? জবাব বিশেষজ্ঞের

কীভাবে ব্লগ বা ইউটিউব থেকে টাকা উপার্জন করবেন?

আর এই জন্য আপনাদের যে কোন একটা ওয়েবসাইট তৈরি করতে হবে বা ইউটিউব চ্যানেল খুলে নিতে হবে এবং তাতে নিজের পছন্দ মত কোন না কোন কন্টেন্ট বা ভিডিও আপলোড করতে হবে। তারপর অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোর জন্য আবেদন করতে হবে ও সবার শেষে আপনার ঠিকানাতে একটা পিন পাঠানো হবে ও তারপর থেকে প্রত্যেক মাসের ২০ বা ২১ তারিখে 100 USD এর বেশি রোজগার হলেই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনাদের ব্যাংকে সেই টাকা দিয়ে দেওয়া হবে।

গুগল অ্যাডসেন্স দিয়ে প্রথম মাসেই আয় শুরু করার কৌশল

এবারে আপনাদের এই আয় পুরোটাই ভিউয়ের ওপরে নির্ভর করবে, যত বেশি ভিউ হবে ততই বেশি রোজগার করতে পারবেন আপনি এবং এছাড়াও আরও কোন লোকাল বিজ্ঞাপন বা স্পন্সরশীপ নিয়েও আপনারা ভালো পরিমাণ টাকা উপার্জন করতে সক্ষম হবেন। ১৮ বছরের বেশি যে কেউ এই মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন খুবই সহজে। শুধু কোন না কোন বিষয়ে সকলকে দক্ষ হতে হবে।

Google Adsense Income Tips in Bengali

যদি আপনি ব্লগিং ওয়েবসাইট খোলেন তাহলে আপনাকে কোন কোন স্থানে বিজ্ঞাপন লাগাবেন সেটা নিজেদের সেটিংসে গিয়ে ঠিক করতে হবে আর ইউটিউবের মাধ্যমে করতে হলে আপনাকে কিছু করতে হবে বা সব সঠিক ভাবে হয়ে যাবে। আর Niche বা বিষয়ের ওপরে নির্ভর করে যে ১০০০ ভিউয়ের মাধ্যমে কত টাকা রোজগার করতে পারবেন আপনি। কিন্তু সময় নিয়ে সঠিক পদ্ধতি মেনে চললে আপনাদের আয় করার সম্ভাবনা বৃদ্ধি পাবে, কিন্তু সেখানে যদি অন্য কোন চালাকি করা হয় তাহলে হয়তো বেশি পরিশ্রম করেও সঠিক পরিমাণ রোজগার করা সম্ভব হবে না।

আরও পড়ুন:- উচ্চ মাধ্যমিকের পর এই পরীক্ষা পাশ করলেই MSc অবধি নিশ্চিন্ত, কবে থেকে আবেদন করবেন দেখে নিন

আরও পড়ুন:- বিরাট বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল শ্রীলঙ্কা, সৌজন্যে রয়েছে একটি হনুমান, জানুন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন