গুজব নাকি বাস্তব ? ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ নিয়ে ফাঁস হল আসল তথ্য

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চনের (Aishwarya Abhishek) বিবাহবিচ্ছেদের গুজব, বাস্তব নাকি কাল্পনিক? প্রশ্ন উঠেছে বারংবার। এবার তারই উত্তর ফাঁস করলেন ঐশ্বর্য নিজেই। আসলে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্ভাব্য বিবাহবিচ্ছেদ নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছে।

বেশ কিছুদিন ধরেই এই দম্পতি জল্পনা-কল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন, পুরনো সাক্ষাৎকার এবং ভিডিওগুলি আবারও আগুনে ঘি ঢালছে। এখন কী ঘটছে তা জানুন।

আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন

বিচ্ছেদ সম্পর্কে কী বললেন ঐশ্বর্য

ঐশ্বর্য রাই বচ্চন অতীতে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিয়ে কথা বলেছেন। ২০০৫ সালে অপরাহ উইনফ্রের একটি অনুষ্ঠানে একটি বিখ্যাত উপস্থিতির সময়, তিনি ভারত ও আমেরিকার মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক পার্থক্য সম্পর্কে খোলামেলা কথা বলেছিলেন।

এক তাৎক্ষণিক আলোচনায়, ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, যার উত্তরে ঐশ্বর্য রসিকতা করে বলেন, “ওহ, এটা বিতর্কের বিষয় হতে পারে…” এই উত্তরটি সম্প্রতি ভাইরাল হয়েছে এবং অনেকেই এটিকে অভিষেকের সাথে তার বিচ্ছেদের চলমান গুজবের মিল খুঁজে পেয়েছেন।

বিচ্ছেদের গুজব সত্ত্বেও, ঐশ্বর্য এবং অভিষেক উভয়েই একসাথে জনসমক্ষে উপস্থিত হয়েছেন, যা প্রমাণ করে যে এই জল্পনার কোনও সত্যতা নেই। সম্প্রতি, এই দম্পতিকে আশুতোষ গোয়ারিকরের ছেলে কোনার্ক গোয়ারিকরের বিবাহের সংবর্ধনা অনুষ্ঠানে একসাথে উপস্থিত হতে দেখা গিয়েছে।

আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন

কাজের ফ্রন্টে দেখতে গেলে, অভিষেক বচ্চনের কেরিয়ার নিয়ে কোনও কথা হবে না। প্রাইম ভিডিওতে মুক্তিপ্রাপ্ত “বি হ্যাপি” ছবির মাধ্যমে কর্মজীবনে সফল তিনি। ঐশ্বর্যের সাথে তার জনসমক্ষে উপস্থিতির পাশাপাশি, অভিনয়ে তাঁর অব্যাহত সাফল্য বিবাহবিচ্ছেদের গুজবকে আরও মিথ্যা প্রমাণ করেছে। অন্যদিকে, ঐশ্বর্যকে শেষবার ব্লকবাস্টার ছবি পোন্নিয়িন সেলভান ২-তে দেখা গিয়েছিল, যেখানে তিনি অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন।

আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন