গুটখায় জাফরান ! শাহরুখ, অজয়, টাইগারকে নোটিশ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- গুটখা-পানমশলার বিজ্ঞাপনে তারকা, মহাতারকাদের মুখ দেখানো নিয়ে বিতর্ক কম হয়নি। যদিও সেই ধারা এখনও বিদ্যমান। তবে এবার গোল বেধেছে গুটখায় ব্যবহৃত উপাদান নিয়ে। যার জেরে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে নোটিশ পাঠিয়েছে রাজস্থানের জয়পুরের জেলা উপভোক্তা কমিশন। ১৯ মার্চের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা দেওয়া হল। কারা পেল? না পেলে কি করবেন দেখুন

সম্প্রতি গুটখা প্রস্তুতকারক একটি সংস্থার বিজ্ঞাপনে করা দাবি নিয়ে উপভোক্তা কমিশনে অভিযোগ করেন সমাজকর্মী যোগেন্দ্র সিং বাদিয়াল। বহুল প্রচারিত ওই বিজ্ঞাপনের উল্লেখ করে তাঁর প্রশ্ন, বিজ্ঞাপনদাতা সংস্থা দাবি করেছে তাদের গুটখার প্রতিটি দানায় নাকি জাফরান থাকে। যেখানে এক কিলো জাফরানের বাজারদর প্রায় ৪ লক্ষ টাকা, সেখানে ৫ টাকা দামের প্যাকেটে বিক্রি হওয়া গুটখার প্রতিটি দানায় কীভাবে জাফরান থাকতে পারে? অভিযোগকারীর আরও দাবি, সংশ্লিষ্ট সংস্থার গুটখায় জাফরানের গন্ধ বা অস্তিত্ব কিছুই নেই। তারপরেও শাহরুখ, অজয়ের মতো সেলেব্রিটিরা গুটখায় জাফরান থাকার দাবিকে সমর্থন করছেন। এই ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপন কেবল গুটখা খাওয়াকে উৎসাহিত করে না, বরং স্বাস্থ্যের পক্ষেও ঝুঁকি তৈরি করে। জনস্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে যোগেন্দ্র সিং গুটখার বিভ্রান্তিকর প্রচার নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন।

সেই আবেদনের ওপর ভিত্তি করে ৩ সেলেব্রিটিকে নোটিশ পাঠিয়েছেন উপভোক্তা কমিশনের চেয়ারম্যান গিয়ারসিলাল মীনা।

আরও পড়ুন:- ১২০টি দেশে ভিসা-হীন এন্ট্রি! কর দিতেও হবে না, কিভাবে মাস্টারস্ট্রোক দিলেন ললিত মোদী ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন