Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিন কুড়ি পর পদক্ষেপ বন দফতরের কর্মীদের ৷ গত 29 জুলাই, নাগপঞ্চমী উপলক্ষে মহারাষ্ট্রের এক যুবক গোখরো সাপের জন্মদিন পালন করেন ৷ এই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ তাতে দেখা গিয়েছে, বার্থ-ডে কেক রয়েছে সাপটির সামনে ৷ জ্বলছে, ফায়ারিং ক্যান্ডেল ৷ আর গোখরোটিকে ঘিরে যুবক থেকে কয়েকজন কিশোর বলে চলেছে, ‘হ্যাপি বার্থ-ডে টু ইউ’ ৷ পরবর্তীতে কেকটিকে সাপটির সামনে তুলে ধরতেই তাতে ছোবল দিয়েছে ‘ফণাধারী’ ৷
ভিউ পাওয়ার জন্য এই দৃশ্য সোশাল মিডিয়ায় তা ছড়িয়ে দিয়েছে আশপাশের তরুণরা ৷ মহারাষ্ট্রের ধুলের শিরপুর তালুকের বন্যপ্রাণীর সঙ্গে এমন আচরণের খবর পৌঁছয় বন বিভাগের কাছে ৷ দিন কুড়ির আগের এই ঘটনার পদক্ষেপ স্বরূপ গত পরশু অর্থাৎ 16 তারিখ নাগাদ যুবকের বাড়িতে হাজির হয় বন বিভাগ ৷ বন বিভাগের এক ঊর্ধ্বতন আধিকারিক কিরণ গিরওয়ালে জানান, মামলা দায়ের করে যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ ধৃত যুবকের নাম রাজ সাহেবরাও ওয়াঘ ৷