Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার প্রায় ৩৭ বছরের দাম্পত্য। কিন্তু শোনা যাচ্ছে, তাঁদের নাকি ডিভোর্স হতে চলেছে। আর ৯০-এর সুপারস্টার গোবিন্দা ও স্ত্রী সুনীতার ডিভোর্সের ভাইরাল খবর তাঁদের ভক্তদের রীতিমতো হতবাক করেছে। শোনা যাচ্ছে, গোবিন্দা ও সুনীতার ৩৭ বছরের দাম্পত্য এবার ভাঙতে চলেছে। দুজনের ডিভোর্স চূড়ান্ত পর্যায় রয়েছে।
আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম Reddit-এ একটি পোস্ট সামনে আসে, যাতে লেখা ছিল গোবিন্দা আর তাঁর স্ত্রীর ডিভোর্স হচ্ছে। আর এই পোস্ট সামনে আসতেই তাঁদের ডিভোর্সের খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। অনেক রিপোর্টে এও দাবি করা হয়েছে যে, গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতার মধ্যে দুরত্ব আসার কারণ গোবিন্দার পরকীয়া। এক ৩০ বছরের মারাঠি অভিনেত্রীর সঙ্গে নাকি অভিনেতা সম্পর্কে রয়েছেন। আর এই অভিনেত্রীর সঙ্গে গোবিন্দার ঘনিষ্ঠতা বাড়ার কারণেই সুনীতাকে ডিভোর্স দিচ্ছেন অভিনেতা।
তবে গোবিন্দা বা সুনীতা ডিভোর্সের এই খবর নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তাই এই খবর সত্যি না মিথ্যে তা তারকা দম্পতিই বলতে পারবেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই গোবিন্দা-পত্নী সুনীতা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি স্বামীর সঙ্গে এক ছাদের নীচে থাকেন না। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা। গোবিন্দার পরকীয়া নিয়েও সুনীতা খোলাখুলি কথা বলেছিলেন। গোবিন্দার সঙ্গে অন্য কারোর সম্পর্ক থাকতে পারে বলে তিনি একাধিকবার আভাসও দেন। সুনীতার সেইসব পুরনো সাক্ষাৎকারের ভিডিও এই ডিভোর্স গুঞ্জনে আগুনে ঘি-এর কাজ করছে। তারকা দম্পতি এখনও এই বিষয়ে মুখ খোলেননি।
আরও পড়ুন:- সেরা 5 টি সার্টিফায়েড Google Course। বাড়ি বসে কাজ শিখে মাসে লক্ষাধিক টাকা আয় করুন
দীর্ঘ দিন বলিউডে ‘সুখী দম্পতি’ হিসাবেই পরিচিত ছিলেন তাঁরা। শোনা যাচ্ছে, এই বয়সে পরকীয়া জড়িয়েছেন নায়ক! প্রায় অর্ধেক বয়সি মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ- সুনীতার বিয়ে ভাঙছে। যদিও এই বিষয়ে অভিনেতার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সুনীতা ও গোবিন্দার দুই সন্তান। তাঁরাও বেশ পরিণত। বেশ কিছুদিন আগে যখন গোবিন্দার পায়ে গুলি লাগার ঘটনা সামনে এসেছিল, তখনই কিছুক্ষণ আগে, যখন গোবিন্দকে গুলি করা হয়েছিল, তখনই শোনা যাচ্ছিল তাঁরা নাকি আর একসঙ্গে থাকেন না। আর এখন তাঁদের ডিভোর্সের চর্চা তুঙ্গে।
মাত্র ১৮ বছর বয়সে গোবিন্দার সঙ্গে বিয়ে হয়েছিল সুনীতার। গোবিন্দা-সুনীতা দুই সন্তানের বাবা-মা। ১৯৮৭ সালের ১১ মার্চ তাঁদের দুজনের বিয়ে হয়। বিয়ের সময় তাঁদের দুজনেরই বয়স ছিল বড্ড কম। সুনীতার বয়স ছিল ১৮ বছর আর গোবিন্দার। যদিও শুরুর দিকে বিয়ের কথা সামনে আনেননি গোবিন্দা। ভেবেছিলেন বিয়ের কথা ছড়িয়ে পড়লে নায়ক হিসাবে তাঁর খ্যাতি কমবে। তবে বছর তিনেক পরেই তাঁরা বিয়ের কথা সামনে আনেন। তবে দীর্ঘ দাম্পত্যের নানান ওঠাপড়ায় গোবিন্দার পাশে সবসময়ই ছিলেন সুনীতা।