Bangla News Dunia, Pallab : ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার একসঙ্গে অনেকগুলি পরিবর্তন আনছে। আর যার মধ্যে অন্যতম হল গোল্ড লোন (RBI Gold Loan) সংক্রান্ত নিয়মে পরিবর্তন। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা সম্প্রতি জানিয়েছেন, ব্যাংক এবং এনবিএফসি সংস্থাগুলির একতরফা গোল্ড লোন প্রদানের ব্যবস্থাকে ঘিরে উদ্বেগ দিনের পর দিন বাড়ছে। আর সেই কারণেই এবার এই ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে আরো স্বচ্ছতা, নিয়ন্ত্রণ এবং ঝুঁকিমুক্ত লেনদেন করা যায়।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
রিজার্ভ ব্যাংকের মূল বক্তব্য
গোল্ড লোন বর্তমান সময়ে দেশের মধ্যবিত্ত থেকে শুরু করে নিন্মবিত্ত পরিবারের আর্থিক চাহিদা মেটানোর অন্যতম জনপ্রিয় মাধ্যম। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, ঋণগ্রহীতা সময়মতো ঋণ পরিষদের ব্যর্থ হচ্ছেন। ফলে গয়না মুক্ত করা আর সম্ভব হচ্ছে না। আর এভাবেই ব্যাংক এবং এমবিএফসি সংস্থাগুলোর কাছে ঋণের পরিমাণ বাড়ছে। এই পরিস্থিতি সামলাতে এবার রিজার্ভ ব্যাংক ইএমআই ভিত্তিক পরিষেবা চালু করেছে।
ইএমআই পদ্ধতির সূচনা
এখনো পর্যন্ত গোল্ড লোনে “বুলেট রেপেমেন্ট” মডেল চালু ছিল। অর্থাৎ ঋণগ্রহীতা প্রতিমাসে কেবল সুদের হার দিত এবং মূল ঋণ পরিশোধ করতে হত মেয়াদের শেষে। এবার এই পদ্ধতিতে পরিবর্তন এনে হোম বা গাড়ি লোনের মত মাসিক কিস্তিতে লোন পরিশোধের নিয়ম চালু করা হচ্ছে।
স্বচ্ছ মূল্যায়ন এবং নীতিগত কিছু নিয়ম
সম্প্রতি একটি খসড়া অনুযায়ী, ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে স্পষ্টভাবে সোনার বিশুদ্ধতা যাচাই, ট্রেডের ব্যবহার এবং পরিষেবা ক্ষমতার ভিত্তিতে ঋণ মঞ্জুর করা হবে। অর্থাৎ, যাকে তাকে এবার থেকে আর লোন দেওয়া যাবে না।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন