গৌতম বুদ্ধের চিরন্তন বাণী ! যা মানলে বদলে যাবে জীবন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গৌতম বুদ্ধ ছিলেন তপস্বী ও জ্ঞানী। যাঁর বাণী বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়। তিনি সিদ্ধার্থ গৌতম বা ‘বুদ্ধ’ উপাধি অনুযায়ী শুধুমাত্র বুদ্ধ নামেও পরিচিত। খ্রিস্টপূর্ব ৬২৫ অব্দে প্রাচীন ভারতের পূর্বাঞ্চলে ছিলেন ও শিক্ষাদান করেছিলেন। সনাতন ধর্মের নবম অবতার গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। বৌদ্ধরা বিশ্বাস করেন, গৌতম বুদ্ধের জীবনকাহিনী, কথোপকথনের বিবরণ, নিয়মাবলি তার মৃত্যুর বুদ্ধের বাণী সংরক্ষণ করে রাখতেন।

avilo home

সত্য, ধর্ম, ভালবাসা, শান্তি ও সম্প্রীতি নিয়ে তাঁর চিন্তাভাবনা মানুষের জীবনকে পরিবর্তন করেছে, তা গুণে শেষ করা যাবে না। গৌতম বুদ্ধের বাণী জগৎ বিখ্যাত। তাঁর বাণী গুলি অনুসরণ করে চলতে পারলে অনেক সমস্যার সমাধান আমাদের হাতের মুঠোয় চলে আসবে।

দেখুন এক নজরে ——

১. তোমার কাছে যা আছে তাতে সন্তুষ্ট থাকতে হবে। সবকিছু থাকলেও, অনেক সময় আমরা আরও পাওয়ার প্রত্যাশা করি। অল্পতে সন্তুষ্ট হতে পারি না। কিন্তু এটা ঠিক নয়। যা আছে তাতে সর্বদা কৃতজ্ঞ থাক, অনেকের কাছে কিছুই থাকে না।

২. সমস্যার কথা ভুলে যান আর জীবনে সফল হতে চাইলে যে সমস্যার মুখোমুখি হয়েছেন তা ভুলে যান। সমস্যাগুলি থেকে যেসব শিক্ষা পেয়েছেন, তা কখনই ভুলবেন না।

 

৩. বর্তমানে দিকে মনোযোগ দিন। অনেকেই নিজের পুরানো সময় মনে করে কষ্ট পাই, আর ভবিষ্যতে কী হবে তা নিয়ে ভাবতে থাকি। গৌতম বুদ্ধের বাণী – অতীত নিয়ে ভেবে লাভ নেই, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও।

৪. যারা ভালোবাসে তাদেরকে ভুলবেন না। আপনাকে কষ্ট দিয়েছে তা ভুলে যান, তবে যারা আপনাকে সব সময় ভালোবাসে তাদেরকে ভুলে যাবেন না।

৫. সবার সঙ্গে মিলে মিশে থাকুন। একটি প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে তাতে সেই প্রদীপের আলো কখনও কমে যায় না| ঠিক তেমনই সুখ ভাগ করে নিলে কখনও কমে না।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন