Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- এই মাসেই রাশি পরিবর্তন করেছে একাধিক গ্রহ। গত ১৬ ডিসেম্বর সূর্যও রাশি পরিবর্তন করেছেন। যার ফলে শাস্ত্র অনুযায়ী, কয়েকটি গ্রহের এমন অবস্থান তৈরী হয়েছে। যার ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কয়েকটি রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। ২০২১-এর শেষটা তাঁদের জন্য ভালো নাও হতে পারে। বরং এই সময় তাঁদের একাধিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চলুন দেখে নেওয়া যাক এই সময় কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকা প্রয়োজন —
আরো পড়ুন :- ঋণ থেকে মুক্তি পেতে এই সহজ উপায় গুলি মেনে চলুন
১. তুলা রাশি :- এই সময় গ্রহের ফেরে মন অশান্ত থাকবে , ধৈর্য কম থাকবে। তবে ধৈর্য ধরার চেষ্টা করতে হবে। খারাপ সময় যেমন আসবে তেমন ভালো সময়ও আসবে , তাই চিন্তার কোনো কারণ নেই। এই সময় নতুন কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে ভাবনাচিন্তা করুন। কথাবার্তার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন।
২. কন্যা রাশি :- এই সময় গ্রহের ফেরে এই রাশির জাতকদের ধৈর্য কম থাকবে। কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে। এই সময় কথাবার্তায় ভারসাম্য বজায় রাখুন , নয়তো বিপদে পড়তে পারেন। হাত থেকে টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভেবেচিন্তে অর্থ খরচ করুন। যেকোনো বিবাদ এড়িয়ে চলুন।
৩. মিথুন রাশি :- এই সময় শিক্ষা সংক্রান্ত কাজে বাড়তি নজর দিন। নাহলে সমস্যা হতে পারে। যারা পড়াশুনো করেন তারা মনোযোগ দিন পড়াশুনোয়। এই সময় সন্তানের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন। এরই সাথে নিজের স্বাস্থ্যের দিকেও নজর রাখুন। মন অশান্ত থাকবে। হাতে আশা টাকা বেরিয়ে যেতে পারে। তবে বিচলিত হলে চলবে না।
৪. বৃষ রাশি :-এই সময় শিক্ষা সংক্রান্ত কাজে সচেতন থাকতে হবে। এই সময় বিবাহিত জীবনে সমস্যার মুখে পড়তে পারেন। কর্মক্ষেত্রে কোনো বাড়তি দায়িত্ব মিলতে পারে। তবে ধৈর্য হারালে চলবে না। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এই সময় কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন , তবে নিজেকে শান্ত রাখুন। খারাপ সময় কেটে যাবে।
আরো পড়ুন :– আপনি কি শত্রুর অত্যাচারে নাজেহাল ? এই টোটকার মাধ্যমে সহজেই শত্রু দমন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)