Bangla News Dunia, Pallab : সম্প্রতি রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহলয় পরিষদ তথা National Council of Science Museum (NCSM) এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যূনতম স্নাতকোত্তর পাস যোগ্যতায় কনসালটেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
এখানে আবেদন করতে পারবে এছাড়া ভারতবর্ষ থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা। তার জন্য আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম তথ্য বিস্তারিতভাবে তুলে ধরেছি। এখানে আবেদন করতে তাদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন
নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : National Council of Science Museum (NCSM)
পোষ্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গত 08.04.2022 তারিখে।
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে কনসালটেন্ট পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রী পাস থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি একবার দেখে নিন।
বয়সসীমা (Agency Limit) :
উল্লেখিত পদগুলিতে আবেদন করতে হলে যাকে প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 63 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
বেতন কাঠামো (Salary Structure) :
উল্লেখিত পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 45,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। তার জন্য প্রথমে এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিয়ে পেটিকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে। তারপর সেই ফর্ম এবং তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি একটি খামে ভরে নিচে উল্লেখিত সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আবেদনটি সম্পূর্ণ হবে।
আবেদন পাঠানোর ঠিকানা (Application Submission Address) :
চাকরিপ্রার্থীদের আবেদন পত্র পাঠাতে হবে নিচে উল্লেখিত ঠিকানায় –
Section Officer (admin)
National Council of science museums
33, Block-GN, Sector-V, Bidhan Nagar
Kolkata – 700091
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
আবেদনকারী প্রার্থীদের 6 মাসির জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
আবেদনের সময়সীমা (Application Deadline) :
চাকরি প্রার্থীর এখানে আবেদন জানাতে পারবে আগামী 30.04.2025 তারিখ পর্যন্ত।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে