Bangla News Dunia, Pallab : কৃষ্ণনগর সাব ডিভিশনাল অফিসের তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ব্লক লেভেল ফেসিলিটেটর বা BLF পদে কর্মী নিয়োগ করা হবে।
এখানে আবেদন করতে পারবে নদীয়া জেলার যেকোনো জায়গা থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা। মূলত তার জন্য আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম তথ্য বিস্তারিত আকারে আলোচনা করেছি, যাতে যে সমস্ত ব্যক্তিরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন, তাদের এখানে আবেদন করতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়।
নিয়োগকারী সংস্থা : Krishnagar SDO Office
আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে Block Level Facilitator পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
উল্লেখিত পদে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হলে ন্যূনতম গ্রাজুয়েশন পাশ থাকতে হবে। এর পাশাপাশি কমপক্ষে 1 বছরের কম্পিউটার কোর্স করা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit) :
উল্লেখিত এই BLF পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মূলত তার জন্য যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো (Salary Structure) :
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 12,500 টাকা মূল বেতন দেওয়া হবে। এর পাশাপাশি 5000 টাকা টাকা যাতায়াতের খরচ হিসেবে দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
কৃষ্ণনগর এইচডি অফিসের তরফ থেকে শুধুমাত্র 1টি পদেই BLF নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সম্পূর্ণ ভাবে। তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রথম প্রিন্ট করে নিতে হবে। সেটিকে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেই ফর্ম এবং তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি একটি খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের যথাযথ পদ্ধতি অবলম্বন করে উল্লেখিত পদে চাকরিতে নিযুক্ত করা হবে।
আবেদন শুরু | 17.03.2025 |
আবেদনের শেষ তারিখ | 09.04.2025 |
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন