Bangla News Dunia, Pallab : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর তরফ থেকে আবারও প্রকাশিত হলো দুর্দান্ত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে শুধুমাত্র স্নাতক পাস্ যোগ্যতায় BSF, CRPF সহ আরো বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা। যেখানে পশ্চিমবঙ্গ থেকে তো চাকরিপ্রার্থীর আবেদন করতে পারবেই, এর সাথে সাথে সারা ভারতবর্ষ থেকে যোগ্য চাকরি প্রার্থীরা ওখানে আবেদন করতে পারে।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
নিয়োগকারী সংস্থা (Selection Process) : Union Public Service Commission (UPSC) ।
পদের নাম :
UPSC এর তরফ থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ধরনের পদে। সেগুলি হল –
- Border Security Force (BSF)
- Central Reserve Police Force (CRPF)
- Central Industrial Security Force (CISF)
- Indo-Tibetan Border Police (ITBP)
- Sashastra Seema Bal (SSB)
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট শূন্যপদ রয়েছে 357টি।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
আমরা ওপরে যে সমস্ত পদের কথা এখানে আলোচনা করলাম, সেগুলির প্রত্যেকটিতে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে।
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে 01.08.2025 তারিখ অনুসারে । কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি তার জন্য যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন , তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
বেতন কাঠামো (Salary Structure) :
এখানে নিযুক্ত প্রার্থীদের পে লেভেল 10 অনুযায়ী প্রতিমাসে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন মূল্য (Application Process) :
এখানে শুধুমাত্র জেনারেল এবং ওবিসি শ্রেণীর প্রার্থীর জন্য 200 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। আর অন্যান্য কোনো শ্রেণীর প্রার্থীদের আবেদনমূল্য প্রয়োজন নেই এখানে চাকরির ক্ষেত্রে।
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
এখানে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে আগামী 25.03.2025 তারিখ পর্যন্ত।