Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছুটির (Holiday) জন্য অপেক্ষা কে না করেন! হঠাৎ ছুটি পেলে অবাক হয়ে যান আট থেকে আশি। বছরের শুরু থেকে খাপে খাপে ছুটি মিললেও টানা ছুটি পড়ার সম্ভাবনা গরমের কারণেই। চড়া রোদ্দুর সয়ে ছাত্র-ছাত্রীদের যাতে স্কুল-কলেজে যেতে না হয় তাই সরকার ছুটির ঘোষণা করে (Government Holiday). তবে এবার খবর, সেই গ্রীষ্মবকাশের আগেই ছুটি পড়ে যাচ্ছে রাজ্যে।
West Bengal Holiday Announcement
এমনিতেই প্রচন্ড গরম পড়তে সামার ভ্যাকেশন হিসেবে লম্বা ছুটি পড়ে রাজ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরম জারি থাকলে ছুটি বাড়িয়ে দেন। তাছাড়া এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ। ফলে বছরের শুরুতেই হাতে আসা ছুটির ক্যালেন্ডার বলছে, সারা বছরভর ছুটি কম নেই। তবে এমন সময় মার্চের শেষে দেখা যাচ্ছে টানা ছুটির ছবি। এই ছুটিতে টুক করে প্ল্যান করে ঘুরে আসতেই পারেন এদিক ওদিক।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য সেরা বেসরকারি স্কলারশিপ ২০২৫। দেখে নিন
কবে কবে ছুটি পাবেন?
চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসে প্রথম ছুটির দিন ছিল গত ১৪ মার্চ। কারণ ১৪ মার্চ ছিল দোল। দোলের পরের দিন হোলি। দোল উৎসবের কারণে ছুটি ছিল রাজ্যে। এরপর আগামী ২৭ তারিখ রয়েছে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষ্য ছুটি থাকছে। তারপর রয়েছে ঈদ আগামী ৩১ মার্চ। অর্থাৎ ৩১ মার্চ ছুটি পেয়ে ইদ-উল-ফিতরের জন্য। ১ এপ্রিল ইদ-উল-ফিতরের পরের দিনও ছুটি থাকছে। আগামী ২৭ তারিখ বৃহস্পতিবার পড়েছে। তাই যদি আগামী ২৮ তারিখ শুক্রবার ছুটি নিয়ে নেন তাহলে টানা ছুটি পাবেন ৬ দিনের।
মার্চ মাসের ২৯, ৩০ হল শনিবার ও রবিবার। এবং ৩১ ও ১ তারিখ হল সোম-মঙ্গলবার। ইদ-উল-ফিতরের ছুটি থাকছেই। তাই ৬ দিন টানা ছুটিতে বন্ধ থাকবে সরকারি স্কুল, কলেজ, প্রতিষ্ঠান এছাড়াও বন্ধ থাকবে বোর্ড, কর্পোরেশন, পুরসভা-সহ সমস্ত সরকারি ও সরকার পোষিত অফিস।
উপসংহার: ইতিমধ্যে উল্লিখিত দিনগুলিতে ছুটির ঘোষণা হয়েছে রাজ্যের তরফে। আপনারা ছুটির তালিকায় চোখ বুলিয়ে নিতে পারেন। গরমের ছুটি কবে থেকে পড়বে তাও উল্লেখ করা হয়েছে। তবে গরম বাড়লে ছুটির সংখ্যা ও বাড়তে পারে।
আরও পড়ুন:- ‘স্তনে হাত দেওয়া…’, ধর্ষণের চেষ্টা নয়, এলাহাবাদ হাইকোর্টের এই রায়ে সুপ্রিম কোর্ট কি বললো, জানুন
আরও পড়ুন:- এই ডিভিশনে বাতিল ও রুট পরিবর্তন একাধিক ট্রেনের, দেখে নিন তালিকা