Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। তাঁকে আপাতত গ্রেপ্তার করা যাবে না। এই ভিডিয়ো নিয়ে নতুন এফআইআর-ও দায়ের করা যাবে না তাঁর বিরুদ্ধে। কিন্তু তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে ওই ইউটিউবারকে। রক্ষাকবচ দিলেও ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ শোয়ে ‘বাবা-মায়ের যৌনতা’ নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসিত হয়েছেন রণবীর এলাহাবাদিয়া।
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ এ দিন রণবীরের মন্তব্য সম্পর্কে কড়া পর্যবেক্ষণ করেছে। বিচারপতিদের পর্যবেক্ষণ, ‘এটা যদি অশ্লীলতা না হয়, তাহলে অশ্লীলতা কী? ওঁর (রণবীর এলাহাবাদির) মনে অনেক নোংরা জমেছিল। তিনি ওই শো চলাকালীন তা বমি করে উগরেছেন। তিনি বাবা-মায়েদেরও অপমান করেছেন।’
বিচারপতি সূর্য কান্ত এ দিন বলেন, ‘যে মন্তব্য আপনি করেছেন তাতে বাবা-মা, মেয়ে, বোনেরা লজ্জা পাবেন। সমাজ লজ্জা পাবে। এই মন্তব্য বিকৃত মনের পরিচয়।’
এখানেই থেমে যাননি বিচারপতিরা। তাঁরা মন্তব্য করেন, ‘সমাজের কিছু মূল্যবোধ রয়েছে। সেই মূল্যবোধের মাপকাঠি কী তা আপনি জানেন? সমাজের নিজস্ব যে সব মূল্যবোধ রয়েছে, সেগুলির প্রতি আপনার শ্রদ্ধা থাকা দরকার। বাকস্বাধীনতার নামে সমাজের নিয়ম-নীতির বিরুদ্ধে যার যা খুশি বলার লাইসেন্স থাকতে পারে না।’
রণবীরকে আপাতত গ্রেপ্তার করা যাবে না জানিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তিনি আদালতের পরবর্তী নির্দেশের আগে কোনও শো সম্প্রচারিত করতে পারবে না। তাঁকে ঠানে পুলিশের কাছে জমা রাখতে হবে নিজের পাসপোর্টও। দেশের বাইরে তিনি যেতে পারবেন না।
কিছুদিন আগেই রণবীর এলাহাবাদিয়া আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁর মন্তব্যের জন্য পরিবারকে ভয় দেখানো হচ্ছে। এ ক্ষেত্রে তিনি আইন এবং পুলিশের সাহায্য নিতে পারেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন:- WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! মাসিক বেতন ৭১,৫৭৫/ – টাকা, বিস্তারিত দেখে নিন
আরও পড়ুন:- SBI-এর মিউচুয়াল ফান্ড SIP, মাত্র 250 টাকা দিয়ে বিনিয়োগের সুযোগ, জেনে নিন বিস্তারিত