গ্র্যাজুয়েশন পাসে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ, অনলাইনে আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

wbcs-vs-upsc-

Bangla News Dunia ,Pallab : সম্প্রতি West Bengal Public Service Commission এর তরফ থেকে প্রকাশিত হয়েছে । যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদে নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা । মূলত তার জন্যই আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে আলোচনা করেছি, যেটা পড়ে নিয়ে আপনারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সুতরাং, সম্পূর্ণ চাকরির প্রতিবেদনটি অব্যশই মনোযোগ সহকারে পড়বেন।

নিয়োগকারী সংস্থা : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদে ।

আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই পদে চাকরি করতে আগ্রহী চাকরিপ্রার্থীদের WBPSC এর নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন।

বয়সসীমা (Age Limit) :

এই LDC পদে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 34 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকবে।

মাসিক বেতন (Monthly Salary) :

এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 56,100 টাকা থেকে 1,44,310 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

WBPSC এর তরফ থেকে মোট 25টি শূন্যপদে LDC নিয়োগ করা হচ্ছে।

আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !

আবেদন পদ্ধতি (Application Process)

চাকরি প্রার্থীদের এখানে আবেদন জানাতে হবে সম্পূর্ণ রূপে অনলাইনের মাধ্যমে। তারজন্য চাকরিপ্রার্থীদের চলে যেতে হবে প্রথমেই WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে নিজের মোবাইল নম্বর, ইমেইল আইডি, পাসপোর্ট ফটো ইত্যাদি দিয়ে একটি আইডি বানিয়ে নিতে হবে। তারপর সেই আইডি ও পাসওয়ার্ড দিতে লগইন পেজে এসে লগইন করে নিতে হবে।

যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেখানে দেওয়া রয়েছে, সেটাকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে। তারপর সেখানে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর নতুন পেজে এসে সেখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তারপর সমস্ত কিছু কে একবার দেখে নিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

WBPSC এর উল্লেখিত এই LDC পদে নিযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু 27.02.2025
আবেদনের শেষ তারিখ 13.03.2025

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন