ঘরছাড়াদের নিয়ে ডিজির সঙ্গে বৈঠক, আশ্বস্ত হতে পারিনি ! মন্তব্য সুকান্তর   

By Bangla News Dunia Dinesh

Published on:

sukanta

Bangla News Dunia, Pallab : ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় গত কয়েকদিন ধরে উত্তাল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, সুতী, সামসেরগঞ্জ, ধুলিয়ান সহ একাধিক জায়গা। সংখ্যালঘুদের হামলায় ঘরছাড়া পাঁচ শতাধিক মানুষ। হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। পরিস্থতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বুধবার মুর্শিদাবাদের ১১ জন আক্রান্তকে নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে ভবানী ভবনে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তের সঙ্গে গিয়েছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায় এবং অর্জুন সিং।

আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন

জানা গিয়েছে, এদিন ডিজির সঙ্গে সাক্ষাতের জন্য সুকান্ত সহ চারজনকে প্রবেশের অনুমতি দেওয়া হয় পুলিশের তরফে। কিন্তু তাতে রাজি হননি বিজেপি নেতারা। সুকান্তদের বক্তব্য, তাঁরা চাইছেন ঘরছাড়াদের প্রত্যেকেই ডিজির সঙ্গে দেখা করার সুযোগ পাক। শেষে পুলিশের তরফে ১১ জন আক্রান্ত এবং চার বিজেপি নেতাকেই ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সুকান্তের সঙ্গে যাওয়া ১১ জন আক্রান্তের সঙ্গে কথা বলেছেন রাজীব কুমার। সেইসঙ্গে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন ডিজি। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, “ডিজিকে আমরা যে যে প্রশ্ন করেছিলাম, তার যথাযথ উত্তর পেলাম না। উনি বলেছেন, আমরা আইন অনুসারে কাজ করব।” সুকান্তর সঙ্গে যাওয়া আক্রান্তরা জানান, বিএসএফ ছাড়া তাঁরা এলাকায় শান্তি ফেরার ব্যাপারে ভরসা রাখতে পারছেন না। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, “বিএসএফ ছাড়া আক্রান্তরা পুলিশের ওপর ভরসা করতে পারছেন না। আমরা ডিজিকে আয়নাটা দেখাতে এসেছিলাম।”

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন