ঘরের মধ্যে পড়ে রয়েছে পাঁচ বছরের শিশুর রক্তাক্ত দেহ! খুন নাকি দুর্ঘটনা? উঠল প্রশ্ন

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক ঘটনা সোনারপুরে। ঘরের মধ্যে থেকে উদ্ধার হল পাঁচ বছরের শিশুর রক্তাক্ত দেহ (Child body found)। ঘটনায় তীব্র চাঞ্চল্য সোনাপুর (Sonarpur) থানার অধীন কোদালিয়ার কদমতলা এলাকা। ইতিমধ্যে শিশুটির দাদু-দিদা এবং পরিচারিকাকে আটক করা হয়েছে। পরে দাদু প্রণব ভট্টাচার্যকে গ্রেফতার করা হয় নাতনিকে খুনের অভিযোগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে তার ঘরে ছুটে গিয়ে দেখেন ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে এবং মাটিতে পড়ে রয়েছে শিশুটির দেহ। সঙ্গে সঙ্গে তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, শিশুটির মৃত্যু হয়েছে।

জানা গেছে শিশুটির মা কলকাতার (Kolkata) একটি ইলেকট্রনিক দোকানে কাজ করেন। বাবা একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। তারা দু’জনেই রবিবার কাজে চলে যান। বাড়িতে দাদু, দিদা ও পরিচারিকার সঙ্গেই সে ছিল।  আচমকা কি এমন ঘটেছে? যাতে শিশুটির মৃত্যু হল? কেনই বা শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজে খুঁজছে পুলিশ (Police)। যদিও ইতিমধ্যেই শিশুটির দাদু-দিদা এবং পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে পুলিশের অনুমান, এটি কোনও দুর্ঘটনা নয়, শিশুটি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই বিষয়টি স্পষ্ট।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন