Government Of West Bengal: জনদরদী মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন। রাজ্য সরকারের বেশিরভাগ প্রকল্পগুলি সাধারণ প্রান্তিক মানুষকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। বর্তমানে এমনই এক জনপ্রিয় প্রকল্প নিয়ে আলোচনা করতে চলেছি। গরিব, জমিহীন মানুষ যাতে মাথার ওপর পাকা ছাদ পান এবং স্বস্তিতে বাঁচতে পারেন সেইজন্য পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছেন ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ গরিব মানুষ যাদের মাথার উপর ছাদ নেই তাদের গৃহের ব্যবস্থা করা হয়েছে। শুধু গৃহ নয়, উক্ত ব্যক্তির নামে বেশ কিছু ভূমিও প্রদান করা হবে। তাই যে সমস্ত ব্যক্তিদের মাথা গোজার মতো নির্দিষ্ট কোন ঠাঁই নেই তারা উক্ত প্রকল্পে আবেদন করে নিজস্ব ভূমিতে গৃহ নির্মাণ করে বসবাস করতে পারেন। নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্প কি? এই প্রকল্পে কীভাবে আবেদন করবেন? প্রভৃতি বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হলো।

প্রকল্পের সুবিধা:
২০১১ সালে রাজ্য সরকার গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বছরেই ১৮ অক্টোবর পশ্চিমবঙ্গে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ও ত্রাণ দফতরের আনুকূল্যে শুরু করা হয় ‘নিজ গৃহ নিজ ভূমি ‘প্রকল্প। এই প্রকল্পের আওতায় একটি পরিবারকে ৫ ডেসিমেল করে জমি প্রদান করা হয়। রাজ্য সরকার এই প্রকল্পে শুধুমাত্র ৫ শতক জমির মালিকানা নয়, তার সঙ্গে সেই জমিতে বাড়িও করে দেবে।
সেই সঙ্গেই ওই জমিতেই আয়ের জন্য কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেওয়া হবে। আবেদন কারি একেবারে বিনামূল্যে পাবেন জমির মালিকানা। আশ্রয়হীন এবং দরিদ্র মানুষ যারা নিজেদের বাড়ি তৈরি করতে পারেন না মূলত তাদের জন্যই এগিয়ে এসেছেন রাজ্য সরকার। গরিব জমিহীন মানুষেরাও যেন মাথার ওপর পাকা ছাদ পান ও স্বস্তিতে নিজেদের জীবন যাপন করতে পারেন। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প চালু করেছেন।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
সবাই চান তার নিজ জমিতে একটি বাড়ি হোক। কিন্তু অর্থনীতির জন্য অনেকেরই বাড়ি তৈরীর স্বপ্ন পূরণ হয় না। আশ্রয়হীন ও দরিদ্র মানুষেরা যেন নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারেন সেই জন্য এগিয়ে এসেছেন রাজ্য সরকার। গরিব, জমিহীন মানুষেরাও যেন মাথার ওপর পাকা ছাদ পান ও স্বস্তিতে জীবন যাপন করতে পারেন সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছেন ‘নিজ গৃহ নিজ ভূমি ‘প্রকল্প।
নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে কেউ চাইলেই বিনামূল্যে খাসজমির মালিকানা পাবেন না। এই সুবিধা পেতে হলে কিছু শর্ত আছে। মূলত কৃষি কাজ, পশুপালন, মাছ চাষ, হস্তশিল্প, কুটির শিল্পের মত পেশার সঙ্গে যুক্ত যে মানুষদের নিজস্ব জমি ও বাড়ি নেই তাঁদেরকেই এই প্রকল্পে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। বাড়িতে বিদ্যুৎ সংযোগ, জলের লাইনের কানেকশন সবই সরকার করে দেবে। এর পাশাপাশি পেশার জন্য ওই জমিতে পুকুর খনন করা, হস্তশিল্প ও কুটির শিল্পের কাজের জন্য কাঁচামাল কিনে ওয়ার্কশপ তৈরি করে দেওয়ার মত কাজ করা হবে।
আবেদন পদ্ধতি:
যে সমস্ত ভূমিহীন রাজ্যবাসী নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে চান, তাদের আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে হবে। তার জন্য আবেদনকারীকে নিজ গৃহ নিজভূমি প্রকল্পে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য আপনাদের নিকটবর্তী বিএলআরও অফিসে যোগাযোগ করতে হবে। বিএলআরও অফিস স্থানীয় জমি সংক্রান্ত বিষয় সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাই উক্ত প্রকল্পে আবেদনের জন্য আপনাদের নিকটবর্তী অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে আপনারা নিজ গৃহ এবং নিজ ভূমির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর পর আপনাদের বাড়ির আশেপাশে কোন খাস জমি থাকলে সেখানে আপনার জন্য বসবাস যোগ্য গৃহ নির্মাণের ব্যবস্থা করা হবে। এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে নিকটবর্তী দিয়ে এলআর অফিসে যোগাযোগ অথবা অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।














