রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার উভয়ে মহিলাদের স্বনির্ভর করতে লেগেই রয়েছে। এর জন্য রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার উভয়ে মহিলা এবং কন্যা সন্তানদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্প নিয়ে আসছেন। রাজ্য সরকার যেখানে মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী সহ আরো বহু ধরনের প্রকল্প নিয়ে এসেছেন সেখানে কেন্দ্র সরকারও নিয়ে এসেছেন সুকন্যা যোজনা। এবার কেন্দ্র সরকারের তরফে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হচ্ছে।
তাই আপনার বাড়িতে কন্যা সন্তান থাকলে তার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কেন্দ্র সরকারের একটি বিশেষ সঞ্চয় প্রকল্প রয়েছে – “সুকন্যা সমৃদ্ধি যোজনা” চালু আছে। এই প্রকল্পে সামান্য টাকা জমা করে ভবিষ্যতে মেয়ের উচ্চশিক্ষা কিংবা বিবাহের সময় পাওয়া যাবে লক্ষ লক্ষ টাকা। যারা ভবিষ্যতের কথা চিন্তা করে একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগ করতে ইচ্ছুক, তাদের জন্য SSY হতে পারে সেরা বিকল্প।
সুকন্যা সমৃদ্ধি যোজনা কী?
সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) হল একটি ক্ষুদ্র সঞ্চয় স্কিম যা “বেটি বাঁচাও, বেটি পড়াও” মিশনের আওতায় ভারত সরকার ২০১৫ সালে চালু করে থাকে। এটি মূলত কন্যাসন্তানের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য তৈরি করা হয়। এখানে অভিভাবক বা অভিভাবিকা মেয়ের নামে একটি অ্যাকাউন্ট খুলে নির্দিষ্ট পরিমাণে টাকা জমা রেখে, যা মেয়াদ শেষে সুদসহ বড় অঙ্কের অর্থে পরিণত হয়ে যাবে।
এই স্কিমে কে আবেদন করতে পারবেন?
- যেকোনো ভারতীয় নাগরিক যার কন্যাসন্তান রয়েছে এবং তার বয়স ১০ বছরের নিচে থাকতে হবে
- একাধিক কন্যা সন্তানের জন্য পৃথক পৃথক অ্যাকাউন্ট খোলার সুযোগ থা (সর্বোচ্চ ২টি)
- একটি কন্যাসন্তানের জন্য একবারই অ্যাকাউন্ট খোলা সম্ভব
SSY-র মূল বৈশিষ্ট্য ও তথ্য
বৈশিষ্ট্য | বিবরণ |
---|---|
প্রকল্পের ধরন | এটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Small Savings Scheme) |
প্রযোজ্য | কেবলমাত্র কন্যা সন্তানের জন্য |
সর্বোচ্চ অ্যাকাউন্ট | ২ কন্যা সন্তানের জন্য আলাদা করে ২টি অ্যাকাউন্ট করতে হবে |
মেয়াদ | ২১ বছর বা মেয়ের ১৮ বছর বয়সে বিয়ে হলে |
সুদের হার (2025 Q4) | ৮.২% (চক্রবৃদ্ধি সুদ) দেওয়া হয় |
ন্যূনতম জমা | ₹২৫০ প্রতি বছর |
সর্বোচ্চ জমা | ₹১.৫ লক্ষ প্রতি বছর |
করছাড় সুবিধা | সম্পূর্ণ EEE (ট্যাক্স ফ্রি) |
টাকা তোলার নিয়ম | ১৮ বছর বয়সে ৫০%, ২১ বছর বা বিয়ের সময় সম্পূর্ণ পাবেন |
SSY অ্যাকাউন্ট খোলার নিয়ম
সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার জন্য যেতে হবে আপনার নিকটবর্তী পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাঙ্কের কাছে। আবেদন করার জন্য লাগবে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমূহ:
- কন্যা সন্তানের জন্ম শংসাপত্র থাকতে হবে
- অভিভাবকের পরিচয়পত্র (আধার, ভোটার আইডি) থাকতে হবে
- ঠিকানার প্রমাণ (রেশন কার্ড, বিদ্যুৎ বিল ইত্যাদি) থাকতে হবে
- পাসপোর্ট সাইজ ছবি থাকতে
- SSY আবেদনপত্র জমা করতে হবে
- প্রথম জমা হিসাবে ন্যূনতম ₹২৫০ টাকা
ফর্ম পূরণের পর ব্যাঙ্ক বা পোস্ট অফিসে জমা দিলেই অ্যাকাউন্ট চালু হয়ে যাবে এবং এরপর আপনাকে পাসবুক দেওয়া হবে।
কত টাকা জমা করতে হবে এবং কতদিন?
এই প্রকল্পে আপনাকে ন্যূনতম ₹২৫০ টাকা থেকে এবং সর্বোচ্চ ₹১.৫ লক্ষ পর্যন্ত প্রতি বছর জমা করা যাবে। এই টাকা আপনাকে পরপর ১৫ বছর পর্যন্ত জমা করতে হবে। এরপর আর টাকা জমা দেওয়ার প্রয়োজন হবে নেই। তবে অ্যাকাউন্টটি চালু থাকবে ২১ বছর পর্যন্ত।
এরজন্য যতদিন টাকা জমা দেবেন, ততদিন সুদ যুক্ত হবে এবং পরবর্তীতে চক্রবৃদ্ধি হারে এই টাকা বাড়বে। এর ফলে মেয়াদ শেষে পাওয়া যাবে বিশাল অঙ্কের একটি অর্থ, যা মেয়ের ভবিষ্যতের জন্য যথেষ্ট হতে পারে।
সুদের হার কেমন?
বর্তমানে (২০২৫ সালের শেষ ত্রৈমাসিক অনুযায়ী) সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে বার্ষিক ৮.২% সুদ দেওয়া হয়ে থাকে । এই সুদ তিন মাস অন্তর অন্তর হিসেব করা হয়ে থাকে এবং এটি চক্রবৃদ্ধি হারে জমা হয়ে থাকে।
উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি প্রতি বছর ₹১.৫ লক্ষ করে ১৫ বছর জমা করে থাকেন, তবে ২১ বছরের শেষে আপনার অ্যাকাউন্টে প্রায় ₹৭২-৭৫ লক্ষ টাকা জমা থাকবে। এটি সম্পূর্ণভাবে মেয়ের নামে থাকবে এবং প্রয়োজনে ব্যবহার করা যাবে এই টাকা।
কর ছাড়ের সুবিধা
এই প্রকল্পটি EEE ক্যাটাগরির আওতাভুক্ত হয়ে থাকে, যার অর্থ:
- জমা করা টাকার উপর ৮০সি অনুযায়ী ₹১.৫ লক্ষ পর্যন্ত কর ছাড় দেওয়া হবে
- সুদের উপর কোনও কর দিতে হবে না
- ম্যাচিউরিটির সময় প্রাপ্ত পুরো অর্থ সম্পূর্ণ করমুক্ত হবে
বিশেষ করে যারা ট্যাক্স বাঁচাতে চান এবং পাশাপাশি কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি সেভিংস স্কিম হবে।
টাকা তোলার নিয়ম
এই প্রকল্প থেকে টাকা তোলার নিয়ম খুবই সহজ ও ব্যবহারকারী-বান্ধব হবে:
- কন্যা সন্তানের বয়স ১৮ বছর হলে এবং সে ১০ম শ্রেণী পাস করলে, পড়াশোনার খরচের জন্য মোট টাকার ৫০% পর্যন্ত তুলতে পারেন।
- সম্পূর্ণ টাকা তোলা যাবে মেয়ের বয়স ২১ বছর বয়স হলে, অথবা যদি সে ১৮ বছর বয়সে বিয়ে হয়ে থাকে।
- বিয়ের জন্য টাকা তোলার অনুমতি রয়েছে বিয়ের ১ মাস আগে বা ৩ মাস পর পর্যন্ত।
এই নিয়মগুলি মেয়ের উচ্চশিক্ষা বা বিবাহের খরচ মেটাতে খুবই কার্যকর হবে।
SSY বনাম অন্যান্য সঞ্চয় প্রকল্প
প্রকল্প | সুদের হার | কর সুবিধা | মেয়াদ |
---|---|---|---|
SSY | ৮.২% | EEE | ২১ বছর |
PPF | ৭.১% | EEE | ১৫ বছর |
LIC Endowment | ৫‑৬% | আংশিক | ভিন্ন |
FD | ৫‑৭% | করযোগ্য | ৫-১০ বছর |
তাই এখানে বোঝাই যাচ্ছে, সুকন্যা সমৃদ্ধি প্রকল্প অন্য যেকোনো সঞ্চয় প্রকল্পের তুলনায় বেশি সুদ দিয়ে থাকে এবং কর সুবিধাও বেশি হবে।