ঘরে বসেই এবার পেয়ে যাবেন পুরোনো ভোটার লিস্ট ! দেখুন ডাউনলোড পদ্ধতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ঘরে বসেই এবার পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ ১৯৫৬ সালের ভোটার লিস্ট। আপনার দাদু-ঠাকুমা, এমনকি তারও আগের প্রজন্মের নাম ভোটার তালিকায় দেখতে চান? এখন সেটা আর কল্পনার বিষয় নয়।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত

পশ্চিমবঙ্গের ১৯৫৬ সালের পুরনো ভোটার লিস্ট এখন অনলাইনে হাতের নাগালে। কারও কাছে এটা শখের বিষয়, আবার কারও কাছে জমি, সম্পত্তি বা অন্য নথির জন্য অমূল্য প্রমাণ। তাই আর সময় নষ্ট না করে দেখে নিন – কীভাবে মাত্র কয়েক মিনিটে আপনার জেলার পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করে ফেলবেন।

1956 Voter List West Bengal

কেন কাজে লাগতে পারে পুরনো ভোটার লিস্ট?

1) পরিবারের ইতিহাস খুঁজে বের করতে

2) জমি বা বাড়ির মালিকানার প্রমাণ হিসেবে

3) পূর্বপুরুষের তথ্য জানার জন্য

4) পুরনো সরকারি নথির সহায়ক দলিল হিসেবে

কোন কোন জেলার তালিকা পাওয়া যাচ্ছে?

১৯৫৬ সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে নিম্নলিখিত জেলার জন্য, আপনার জেলা বেছে নিয়ে সরাসরি লিঙ্কে ক্লিক করুন (1956 Voter List West Bengal) –

কিভাবে ডাউনলোড করবেন?

১. উপরের তালিকা থেকে আপনার জেলার নাম ঠিক করুন।

২. জেলার নামের পাশে থাকা “এখানে ক্লিক করুন” বোতামে ক্লিক করুন।

৩. তারপর যেই সালের লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেই সাল সিলেক্ট করুন, যে জেলার ডাউনলোড করতে চাইছেন সেই জেলা সিলেক্ট করুন এবং যে বিধানসভার ডাউনলোড করতে চাইছেন বিধানসভা সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করুন।

৪. তারপর Click To View / Download অপশনে ক্লিক করলেই লিস্ট ডাউনলোড হয়ে যাবে

বিকল্প উপায়

অনলাইনে ডাউনলোডে অসুবিধা হলে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সংরক্ষণাগার অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও জেলার ভিত্তিতে পুরনো ভোটার লিস্ট সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন