WB Birth Certificate Online: ডিজিটালাইজেশন যুগে দেশ তথা রাজ্য দ্রুত এগিয়ে চলেছে। আগে সরকারি অফিস আদালতে অফলাইনের মাধ্যমে সমস্ত কার্য সম্পন্ন করা হতো। ফলে কোন কাজের জন্য সাধারণ জনগণকে একাধিকবার অফিসের চক্কর কাঁটতে হতো। তবে বর্তমানে সরকারি অফিস গুলি ডিজিটালাইজেশন প্রক্রিয়া সামিল হওয়ায় অনলাইনের মাধ্যমে দ্রুত কাজ গুলি সম্পন্ন হচ্ছে। বর্তমানে কোন কাজের জন্য সরাসরি অফিসে আশার প্রয়োজন নেই। আপনারা চাইলে ঘরে বসে আপনার হাতের স্মার্ট মোবাইল ফোনের মাধ্যমেই কাজগুলো সম্পন্ন করে নিতে পারবেন। সরকারি অফিসের কাজগুলো আগের তুলনায় এখন অনেক বেশি সহজ এবং দ্রুত সম্পূর্ণ হচ্ছে।

সম্পর্কিত পোস্ট
বেকার বা পড়ুয়া? ঘরে বসে আয় ৩০-৪০ হাজার টাকা মাসিক -দেখুন বিস্তারিত -Home Business Idea 2025
বর্তমানে রাজ্য সরকার বেশ কয়েকটি সরকারি নথি অনলাইনে মাধ্যমেই প্রদান করছেন। যেখানে পূর্বে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সহ একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অফলাইনে আবেদন করতে হতো তা এখন ঘরে বসে অনলাইনে মাধ্যমেই সম্ভব। তাই এখন আর আপনাদের কোন সরকারি নথিপত্র প্রয়োজন হলে আপনাদের স্মার্ট ফোনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন।
অনলাইনে কোন কোন ডকুমেন্ট পাওয়া যাবে ?
পূর্বে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সহ একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গ্রামীণ স্তরে ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস থেকে দেওয়া হতো। ২০২৫ থেকে রাজ্য সরকার নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে এই সমস্ত নথিপত্র প্রদানের ব্যবস্থা করেছেন। বর্তমানে ডিজিটালাইজেশন এর ফলে নিম্নলিখিত নথিপত্র গুলো অনলাইনে এর মাধ্যমে প্রদান করা হবে।
১. আয় শংসাপত্র (Income Certificate)
২. বাসিন্দা শংসাপত্র (Residential Certificate)
৩. জাতি শংসাপত্র (Caste Certificate)
৪. নাম ভিন্নতা প্রমাণপত্র (Name Discrepancy Certificate)
৫. দূরত্ব শংসাপত্র (Distance Certificate)
আবেদনে প্রয়োজনীয় নথিপত্র:
অনলাইনের মাধ্যমে কোনো সরকারি নথিপত্র পেতে আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এছাড়াও পরিচয়পত্র হিসেবে আধার কার্ড / ভোটার কার্ড। ঠিকানার প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড / বিদ্যুৎ বিল / জলবিল প্রয়োজন। আয়ের প্রমাণপত্র পেতে গেলে BDO কর্তৃক প্রদত্ত ইনকাম সার্টিফিকেট
বা অ্যাফিডেভিট প্রয়োজন রয়েছে। জাতিগত প্রমাণ জন্য আগের কাস্ট সার্টিফিকেটের কপি (যদি থাকে) থাকতে হবে।
অনলাইন আবেদন পদ্ধতি:
ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সহ একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জন্য অনলাইনে আবেদন জানাতে পারবে। তার জন্য আবেদনকারী কে প্রথমে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট https://wbpanchayat.gov.in বা Banglar Panchayat পোর্টাল। এখানে প্রবেশ করে “Apply Online” বাটনে ক্লিক করতে হবে।
- এর পর আপনার সামনে রেজিস্ট্রেশন option খুলে যাবে।
- এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এবার মোবাইল নম্বর দিয়ে একটি OTP আসবে, তা দিয়ে ভেরিফাই করতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- আবেদনকারীর নাম, ঠিকানা, ব্লক, জিপি, জেলা আবেদনকারী ও পরিবারের তথ্য দিতে হবে।
- শেষে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট গুলি নির্দিষ্ট ফরম্যাটে (PDF/JPG) সাইজ ২MB মধ্যে রাখতে হবে।
- সবশেষে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আবেদনের ফরমটি Submit করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
কত দিনে সাটিফিকেট পাওয়া যাবে ?
অনলাইনে আবেদন করার কয়েকদিনের মধ্যে আপনারা সার্টিফিকেট গুলি পেয়ে যাবে। তবে একাধিক সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময়সীমা রয়েছে। ইনকাম সার্টিফিকেট আবেদন করার ১-২ দিনের মধ্যে পেয়ে যাবেন। রেসিডেন্স সার্টিফিকেট আবেদনকারীরা ৩-৫ দিনের মধ্যে পেয়ে যাবেন। কাস্ট সার্টিফিকেট আবেদনকারীরা ৫-৭ দিনের মধ্যে কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন। এছাড়াও কোন আবেদনকারী যদি নাম সংশোধন জন্য আবেদন করে থাকে তাহলে ৭-১০ দিনের মধ্যে সংশোধিতার নাম পেয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ তথ্য :
বর্তমানে বেশ জুড়ে ডিজিটেলাইজেশ জন্য সমস্ত নথিপত্র অনলাইনেই উপলব্ধ রয়েছে। তাই রাজ্য সরকার ও বর্তমানে অনলাইনের মাধ্যমে নথিপত্র প্রদান করছেন। তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে
আবেদন কারিকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন – আবেদনের সময় সব তথ্য সততা ও নির্ভুলতার সাথে দিতে হবে। মোবাইল নম্বর ও ইমেল সঠিকভাবে দিতে হবে, কারণ এখানেই আপডেট পাবেন। এছাড়াও স্ক্যান করা ডকুমেন্ট যেন পরিষ্কার হয়ে থাকে অপরিষ্কার হলে আপনাদের আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে। আবেদনের পরবর্তী নির্ধারিত সময়ের মধ্যে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে।
আরও পড়ুন
WBMSC Recruitment : রাজ্যে পৌরসভায় Group কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চ মাধ্যমিক পাশে দারুণ সুযোগ –










