ঘরে বসে ফ্রিতে আয় করুন হাজার হাজার টাকা ! দেখুন সেরা পাঁচটি পদ্ধতি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমানে সবাই নিজের রোজগার নিয়ে সচেতন। আয়ের বিভিন্ন সুযোগ আছে অনলাইনে (Online Earning) অথবা অফলাইনে। একজন যুবক-যুবতী থেকে গৃহিণী অথবা যারা অফিসের কাজের পাশাপাশি পার্ট টাইমে চাকরি খুঁজছেন তাঁদের সবার জন্য আজকের এই প্রতিবেদন হতে চলেছে দারুন কার্যকরী। কারণ, বাড়ি বসে রোজগার (Money Earning) করার সেরা ৫ টি পদ্ধতি আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো। তাহলে আর দেরি কেন? আসুন সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নেওয়া যাক।

আরো পড়ুন : কিভাবে করবেন অফলাইন ভোটার ফর্ম পূরণ ? দেখুন সহজ গাইড লাইন

Top Five Online Earning Ways

আপনি কি বাড়ি বসে রোজগার করতে চাইছেন? ল্যাপটপ কিংবা স্মার্টফোন ব্যবহার করে নিজের জন্য পার্মানেন্ট আয়ের (Money Earning) রাস্তা খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনাকে পড়ে নিতে হবে। আসলে বর্তমান ডিজিটাল যুগে অনেক রাস্তা আছে যেখানে অনলাইনে টাকা রোজগার (Online Earning) করা যায়। যদি আপনি সেই পন্থা জানেন তাহলে বাড়ি বসেই আয় হবে লাখ লাখ টাকা। অনলাইনে টাকা রোজগার (Online Earning) করতে চাইলে এই পন্থাগুলো অবলম্বন করুন।

১) ড্রপশিপিং

প্রথমেই আমরা আলোচনা করব ড্রপশিপিং নিয়ে। এটি কি এবং কিভাবে এর দ্বারা আয় করা সম্ভব?  আসলে ড্রপ শিপিং হলো একটি ই-কমার্স মডেল। যেখানে আপনি পণ্য বিক্রি করেন। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি যে পণ্য বিক্রি করবেন সেই পণ্যের কোনো স্টক আপনার কাছে রাখতে হয় না।

এর অর্থ হল, অর্ডার আসলে পণ্যটি সরাসরি তৃতীয় পক্ষের ভেন্ডর বা সাপ্লায়ার থেকে পাঠাতে পারবেন গ্রাহকের কাছে। এই ব্যবসার সুবিধা এটাই যে, আপনি যেহেতু কোনো প্রোডাক্ট কিনে রাখছেন না, তাই ঝুঁকি একেবারেই নেই। আপনি ড্রপশিপিং -এর ব্যবসা করতে পারেন এমন কিছু ওয়েবসাইট হলো- ১) Shopify ২) ভারতের জন্য উপযুক্ত Meesho আর ৩) WooCommerce (WordPress).

২) স্টক কনটেন্ট বিক্রি

দ্বিতীয় যে অনলাইন আয়ের (Online Earning) কথা বলা হচ্ছে, সেটি হল স্টক কন্টেন্ট বিক্রি। এই পদ্ধতিতে ব্যাপক আয় করা সম্ভব। আপনি যদি ছবি তুলতে অথবা ভিডিও করতে ভালবাসেন আপনি যদি মিউজিক বানাতে পারেন, তাহলে সেই সমস্ত কন্টেন্ট বিক্রি করতে পারেন স্টক মার্কেটপ্লেসে। যখন কোন ব্যক্তি আপনার কনটেন্ট ডাউনলোড করবে তার জন্য আপনি একটি রয়ালিটি পাবেন।

এভাবেই দারুন আয় করা সম্ভব। আপনার শিল্পসত্ত্বা এর দ্বারা বিকশিত হবে আর আপনিও আয়ের একটি নির্ভরযোগ্য বন্দোবস্ত করতে পারবেন। আপনার কনটেন্ট বিক্রি করতে পারেন কোন কোন সাইটে? এরকম প্লাটফর্মগুলি হল

  • Shutterstock
  • Adobe Stock
  • Pixabay

৩) অ্যাফিলিয়েট মার্কেটিং

এরপর আলোচনা করা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। এটিতে কিভাবে আয় হবে? অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে রেফার করে কমিশন আয় করা যায়। এক্ষেত্রে আপনাকে কোন ব্র্যান্ড অথবা কোন ই-কমার্স সাইটের পণ্য বা পরিষেবা আপনার সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে। ‌আপনার শেয়ার করা লিংক থেকে যখন কেউ কিছু কিনবে তখন তার থেকে আপনি কমিশন পাবেন।

বর্তমানে প্রচুর মানুষ এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে টাকা রোজগার করছেন। ‌আপনিও এই পথে রোজগার করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনার প্রচারের জায়গা হতে পারে আপনার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম অথবা ফেসবুক রিল, কোন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ অথবা ব্লগ কনটেন্ট।‌ আর এর দ্বারা টাকা আসবে সরাসরি আপনার অ্যাকাউন্টে।

৪) ডিমান্ড অনুযায়ী প্রিন্টিং

অনলাইনে টাকা রোজগার করার আরো একটি পন্থা হলো ডিম্যান্ড অনুযায়ী প্রিন্টিং। ‌এবার আপনি ভাবছেন তো এটা কিভাবে সম্ভব বা এটি কিভাবে কাজ করে? ধরুন আপনি একজন ডিজাইনার। ‌ আপনি টি-শার্ট, মগ, পোস্টার কাপ ইত্যাদি ডিজাইন করে থাকেন। ‌তারপর আপনি আপনার বানানো জিনিসগুলি সোশ্যাল মিডিয়ায় প্রচার করলেন। আর সেখান থেকে কেউ কেউ কিনলো।

আপনি আরো অর্ডার পেলেন এবং আবার বানালেন। এভাবে আপনার ব্যবসা এগিয়ে চলবে। আর আপনি বাড়ি বসে টাকা রোজগার করতে পারবেন। এভাবে প্রচুর মানুষ অনলাইনে টাকা রোজগার (Online Earning) করছেন।প্রত্যেকটি অর্ডারে আপনার লাভ হবে। এই কাজের জন্য কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম হল ১) Printify ২) Redbubble ৩) Zazzle আর ৪) Teespring.‌ কিছু জনপ্রিয় টুল হল ১) Canva এতে আপনি ফ্রিতে ডিজাইন করতে পারবেন। এছাড়াও ২) Adobe Express ৩) VistaCreate টুলগুলি অনেকেই ব্যবহার করেন। ‌

৪) ফ্রিল্যান্সিং

স্বাধীনভাবে কাজ করার জন্য বর্তমানে প্রচুর মানুষ ফ্রিল্যান্সিং করছেন। ‌আপনি যদি একজন কনটেন্ট রাইটার হন, আপনি যদি একজন ডিজাইনার হন, ফটো বা ভিডিও এডিটর ‌হন তাহলে বাড়িতে বসেই ফ্রিল্যান্সিং করে ‌নিজের মতো করে আয় করতে পারবেন। অনলাইনে আয় করার (Online Earning) এটাও একটা দারুন পন্থা।

আরও পড়ুন : ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’, বিএলও’দের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন