ঘর ভর্তি টাকার বান্ডিল ! হাইকোর্টের বিচারপতির বাড়িতে আগুন নেভাতে গিয়ে উদ্ধার বিপুল নগদ

By Bangla News Dunia Dinesh

Published on:

today ed reciveed money in west bengal

Bangla News Dunia, দীনেশ :- দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলো থেকে উদ্ধার হল বিপুল পরিমান নগদ টাকা। যার দরুন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কলেজিয়াম বিচারপতি ভার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, ১৪ মার্চ হোলির সময় বিচারপতি ভার্মার বাড়িতে আগুন লাগলে তাঁর পরিবারের সদস্যরা দমকলে ফোন করেন। বিচারপতি সেইসময় শহরের বাইরে ছিলেন বলেই জানা যাচ্ছে। এরপর দমকল আগুন নেভাতে এসে বাংলোর একটি ঘরে থরে থরে সাজানো বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে। খবর দেওয়া হয় পুলিশে। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মারফত সেই খবর পৌঁছায় শীর্ষ আদলতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে। এরপরেই তাঁর নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ৫ সদস্যের কলেজিয়াম সিদ্ধান্ত নেয় বিচারপতি ভার্মাকে এলাহাবাদে বদলি করার।

আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন

আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন

যদিও বিচারপতি ভার্মার এই বদলিকে তাঁর অপরাধের লঘু দন্ড হিসাবেই মনে করছেন বিচার বিভাগের বহু মানুষ। তাঁরা বিচারপতি ভার্মার পদত্যাগ দাবি করছেন। সংশ্লিষ্ট মহলের অনুমান ঘুষের টাকা বাড়িতে রেখেছিলেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিচারপতি ভার্মার কোনও মন্তব্য মেলেনি।

আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন