ঘুরতে নিয়ে গিয়ে 11 বছরের ছেলেকে গলা কেটে খুন করলো মা, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছেলেকে ডিসনিল্যান্ড ঘোরাতে নিয়ে গিয়েছিলেন ৷ আনন্দ উপভোগের জন্য 3 দিনের পাস কেনেন ৷ 11 বছর বয়সী ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে সেই মা’কে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ ৷ অভিযোগ প্রমাণিত হলে 26 বছরের কারাদণ্ড হতে পারে ভারতীয় বংশোদ্ভূত 48 বছরের সরিথা রামারাজুর ৷

জানা গিয়েছে, গত 19 মার্চ মার্কিন স্থানীয় সময় সকাল 9টা 12 মিনিট নাগাদ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির স্যান্টা আনা পুলিশের কাছে একটি ফোন আসে ৷ ফোনের ওপারে ছেলেকে খুন করার কথা স্বীকার করেন সরিথা ৷ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা ৷ সান্টা আনার সেই হোটেলে গিয়ে তাঁরা দেখেন বিছানার উপর পড়ে রয়েছে কিশরের নিথর দেহ ৷ চারিদিকে ডিসনিল্যান্ড থেকে কিনে আনা বিভিন্ন উপহার ৷ ছেলেকে খুনের পর ওষুধ খেয়ে নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত মা ৷ এরপর দু’জনকেই সেখান থেকে হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা ৷

WOMAN SLIT SON THROAT

অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত মহিলা (সান্টা আনা পুলিশের এক্স হ্যান্ডেল)

স্থানীয় পুলিশের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা হওয়ার পর অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে খুন, শিশু নিপীড়ন ও চরম বিশৃঙ্খলার অভিযোগ আনা হয়েছে ৷ অরেঞ্জ কাউন্টি আদালতে ইতিমধ্যেই মামলার শুনানিও শুরু হয়েছে ৷ সরিথার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ প্রমাণিত হলে তার 26 বছরের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ৷

মামলার শুনানি চলাকালীন অরেঞ্জ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টড স্পিটজার বলেন, “একটি শিশুর জীবন কখনই বাবা-মায়ের ঝামেলার শিকার হওয়া উচিত নয়। শিশুর জন্য সবচেয়ে নিরাপদ স্থান তার মা-বাবার কোল ৷” তিনি আরও বলেন, “ক্রোধ মানুষকে ভালোবাসতে ভুলিয়ে দেয় ৷ মানুষ ভুলে যায়, কে তার আপন ৷ ছেলেকে ভালোবাসায় আগলে রাখার বদলে তার গলা কেটে হত্যা করেছে মা ৷”

জানা গিয়েছে, 2018 সালে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ক্য়ালিফোর্নিয়া ছেড়ে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে বসবাস শুরু করেন অভিযুক্ত সরিথা ৷ যুগলের 11 বছরের ছেলে থাকত বাবার সঙ্গে ৷ তবে, আদালতের নির্দাশানুসারে ছেলের সঙ্গে মাঝেমধ্যে দেখা করতে যেতেন সরিথা ৷ এবার ছেলেকে নিয়ে ঘোরার পরিকল্পনা করেন তিনি ৷

ছেলেকে নিজের সঙ্গে রাখার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন সরিথা ৷ এমনকী, স্বামীর বিরুদ্ধে মদ্যপ, নেশাগ্রস্ত অবস্থায় বাজে ব্যবহারেরও অভিযোগও এনেছেন তিনি ৷ সরিথার অভিযোগ, বাবার ভয়ে ছেলে তাঁর সঙ্গে ঠিকভাবে কথা বলতেও পারত না ৷ যদিও সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সরিথার স্বামী প্রকাশ রাজু ৷

আরও পড়ুন:- ঘুমের সঙ্গে রয়েছে ক্যানসারের যোগ ! কি জানালেন চিকিৎসক ?

আরও পড়ুন:- পথ দুর্ঘটনায় সাহায্য করতে কি এগিয়ে আসেন বাংলার মানুষ? জানুন সমীক্ষা কি বলছে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন