Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছেলেকে ডিসনিল্যান্ড ঘোরাতে নিয়ে গিয়েছিলেন ৷ আনন্দ উপভোগের জন্য 3 দিনের পাস কেনেন ৷ 11 বছর বয়সী ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে সেই মা’কে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ ৷ অভিযোগ প্রমাণিত হলে 26 বছরের কারাদণ্ড হতে পারে ভারতীয় বংশোদ্ভূত 48 বছরের সরিথা রামারাজুর ৷
জানা গিয়েছে, গত 19 মার্চ মার্কিন স্থানীয় সময় সকাল 9টা 12 মিনিট নাগাদ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির স্যান্টা আনা পুলিশের কাছে একটি ফোন আসে ৷ ফোনের ওপারে ছেলেকে খুন করার কথা স্বীকার করেন সরিথা ৷ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা ৷ সান্টা আনার সেই হোটেলে গিয়ে তাঁরা দেখেন বিছানার উপর পড়ে রয়েছে কিশরের নিথর দেহ ৷ চারিদিকে ডিসনিল্যান্ড থেকে কিনে আনা বিভিন্ন উপহার ৷ ছেলেকে খুনের পর ওষুধ খেয়ে নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত মা ৷ এরপর দু’জনকেই সেখান থেকে হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা ৷
অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত মহিলা (সান্টা আনা পুলিশের এক্স হ্যান্ডেল)
স্থানীয় পুলিশের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা হওয়ার পর অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে খুন, শিশু নিপীড়ন ও চরম বিশৃঙ্খলার অভিযোগ আনা হয়েছে ৷ অরেঞ্জ কাউন্টি আদালতে ইতিমধ্যেই মামলার শুনানিও শুরু হয়েছে ৷ সরিথার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ প্রমাণিত হলে তার 26 বছরের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ৷
মামলার শুনানি চলাকালীন অরেঞ্জ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টড স্পিটজার বলেন, “একটি শিশুর জীবন কখনই বাবা-মায়ের ঝামেলার শিকার হওয়া উচিত নয়। শিশুর জন্য সবচেয়ে নিরাপদ স্থান তার মা-বাবার কোল ৷” তিনি আরও বলেন, “ক্রোধ মানুষকে ভালোবাসতে ভুলিয়ে দেয় ৷ মানুষ ভুলে যায়, কে তার আপন ৷ ছেলেকে ভালোবাসায় আগলে রাখার বদলে তার গলা কেটে হত্যা করেছে মা ৷”
জানা গিয়েছে, 2018 সালে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ক্য়ালিফোর্নিয়া ছেড়ে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে বসবাস শুরু করেন অভিযুক্ত সরিথা ৷ যুগলের 11 বছরের ছেলে থাকত বাবার সঙ্গে ৷ তবে, আদালতের নির্দাশানুসারে ছেলের সঙ্গে মাঝেমধ্যে দেখা করতে যেতেন সরিথা ৷ এবার ছেলেকে নিয়ে ঘোরার পরিকল্পনা করেন তিনি ৷
ছেলেকে নিজের সঙ্গে রাখার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন সরিথা ৷ এমনকী, স্বামীর বিরুদ্ধে মদ্যপ, নেশাগ্রস্ত অবস্থায় বাজে ব্যবহারেরও অভিযোগও এনেছেন তিনি ৷ সরিথার অভিযোগ, বাবার ভয়ে ছেলে তাঁর সঙ্গে ঠিকভাবে কথা বলতেও পারত না ৷ যদিও সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সরিথার স্বামী প্রকাশ রাজু ৷
আরও পড়ুন:- ঘুমের সঙ্গে রয়েছে ক্যানসারের যোগ ! কি জানালেন চিকিৎসক ?
আরও পড়ুন:- পথ দুর্ঘটনায় সাহায্য করতে কি এগিয়ে আসেন বাংলার মানুষ? জানুন সমীক্ষা কি বলছে