ঘূর্ণিঝড়ের মতোই ক্রমশ গা সওয়া হবে ভূমিকম্প ! চিন্তায় কলকাতা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

earthquake

Bangla News Dunia, Pallab : ২০২৫-এর শুরুতেই দু-দু’টো ভূমিকম্পের সাক্ষী হয়েছে কলকাতা। প্রথমটা ৭ জানুয়ারি, দ্বিতীয়টা ২৪ ফেব্রুয়ারি। স্বাভাবিক কারণেই শহরবাসীর মনে ভয়মিশ্রিত প্রশ্ন রয়েছে, এমনটা কি ঘনঘন হতে পারে? জিগ শ পাজেলের মতো কিছু প্লেটের উপর রয়েছে শহর কলকাতা। প্রতিনিয়ত তা নড়াচড়া করছে। যার জেরে ঘনঘন ভূমিকম্প হচ্ছে বলে জানাল জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)। এই ভূমিকম্প কমবে না, বরং শহর কলকাতা ‘সিসমিক জোন’ এ পড়ার কারণে নিয়মিত ভূমিকম্পের সাক্ষী হবে বলে সতর্ক করল তারা। সংস্থার তরফে বলা হচ্ছে, ফি বছর ঘূর্ণিঝড়ের মতোই ক্রমশ গা সওয়া হবে এমন ভূমিকম্প।

আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !

বৃহস্পতিবার কলকাতার জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল অসিত সাহা বলেন, ‘‘আলাদা আলাদা ব্লক বা পাতের উপর রয়েছে শহর কলকাতা।

আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !

পাত গুলি মুখোমুখি ধাক্কা লাগলে তা হল কনভারজেন্স, একে অপরের থেকে দূরে সরে গেলে ডাইভারজেন্স। এই প্লেট গুলির নড়াচড়া প্রতিনিয়ত হয়েই চলেছে। এই নড়াচড়ায় যখনই কোনও গণ্ডগোল দেখা যায় তখনই কেঁপে ওঠে ঘর-বাড়ি।’’

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন