ঘোষিত এসএসসি SLST পরীক্ষার তারিখ ! জানুন Admit কিভাবে ডাউনলোড করবেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন (Eastern Region), বর্ধমানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসে WBSSC SLST Exam 2025 অনুষ্ঠিত হতে চলেছে। WBSSC SLST পরীক্ষার মাধ্যমে নবম-দশম (Classes IX-X) ও একাদশ-দ্বাদশ (XI-XII) শ্রেণিতে সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের

WBSSC SLST Exam 2025 Date

কমিশনের তরফ থেকে প্রকাশিত নোটিশে উল্লেখ করা হয়েছে, WBSSC SLST Exam 2025 Date। পরীক্ষা হবে দুই দিন, এরজন্য সম্ভাব্য তারিখ জানানো হয়েছে –

🗓️ 7ই সেপ্টেম্বর 2025 (রবিবার)

🗓️ 14ই সেপ্টেম্বর 2025 (রবিবার)

এই তারিখ দুটো চুড়ান্ত না হলেও, অনেকটা আশা করা যাচ্ছে এই তারিখ ও মাসের আশেপাশে সময়ে WBSSC SLST Exam অনুষ্ঠিত হতে চলছে।

WBSSC SLST Exam 2025 Admit Card Download 

WBSSC SLST Exam 2025 Admit Card Download করতে হবে অনলাইনে। এরজন্য West Bengal Central School Service Commission এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। WBSSC SLST Exam 2025 Admit Card Download করা যাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 7 দিন আগে থেকে। কিভাবে ডাউনলোড করবেন, তার একটি ধারণা দেওয়া হলো –

1) প্রথমে আপনাকে WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

2) এরপর WBSSC SLST Exam 2025 Admit Card লেখার উপরে ক্লিক করুন।

3) এরপর Candidate Id, নাম ও জন্ম তারিখ উল্লেখ করে Download এ ক্লিক করুন।

4) এরপর দেখে নিতে পারবেন। কোন পরীক্ষা সেন্টারে ও কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন