Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ঘোষিত হলো বহু প্রতীক্ষিত রেলের পরীক্ষার তারিখ। দীর্ঘ ১৭ মাস অপেক্ষার পর অবশেষে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিকাল ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল। আগামী ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু করা হবে। আগের মতোই পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। সকল পরীক্ষার্থীদের দীর্ঘ ১৭ মাসের লড়াই অবশেষে সফল হল। গত বছর আবেদন করার পর দীর্ঘদিন পরীক্ষা সংক্রান্ত কোনো ঘোষণা হয়নি। সোশ্যাল মিডিয়ায় রেল বোর্ডের বিরুদ্ধে #SpeakUpForSSCRailwayStudents স্লোগান তুলেছিলেন পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত গত বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে আরআরসি লেভেল-১ ক্যাটেগরিতে এক লাখেরও বেশি শূন্য পদে এবং নন টেকনিকাল ক্যাটাগরি পদে ৩৫,২৭৭ জন প্রার্থী নিয়োগের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে CEN 01/2019 নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। সরকারি সূত্রের খবর, লেভেল-১ ক্যাটেগরিতে ১,৪০,৬৪০টি শূন্য পদের জন্য প্রায় ২ কোটি ৪০ লাখের বেশি চাকরি প্রার্থী আবেদন করেন।
শনিবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানালেন, ২০১৯ সালে এনটিপিসি, মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড এবং আরআরসি লেভেল-১ ক্যাটেগরিতে ১,৪০,৬৪০টি শূন্য পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, আগামী ১৫ই ডিসেম্বর থেকে তিনটি ক্যাটাগরিতে অনলাইনে ধাপে ধাপে সেই পরীক্ষা নেওয়া হবে। খুব শীঘ্র সম্ভব পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করবে রেল বোর্ড।
भारतीय रेल में विभिन्न पदों की सभी तीन श्रेणियों के लिये भर्ती प्रक्रिया के आवेदनों की जांच पूरी की जा चुकी है।
विभिन्न पदों पर भर्ती के लिये परीक्षाओं का आयोजन 15 दिसंबर से शुरु किया जायेगा। pic.twitter.com/22aDdhaApG
— Ministry of Railways (@RailMinIndia) September 5, 2020
আগামী দিনে কিছু রাজ্যের ভোটের কথা চিন্তা করে এই ঘোষণা করলো সরকার। ফলে এক প্রকার চাপের মুখে পড়েই যত শীঘ্র সম্ভব রেলের পরীক্ষার দিন ঘোষণা করল রেল বোর্ড।
Highlights
1. ঘোষিত হলো বহু প্রতীক্ষিত রেলের পরীক্ষার তারিখ
2. যত শীঘ্র সম্ভব রেলের পরীক্ষার দিন ঘোষণা করল রেল বোর্ড
#RRB #NTPC #RRC #JOB