Bangla News Dunia, Pallab : NDA-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ। রবিবার (১৭ অগস্ট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পরে তাঁর নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তার আগেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় NDA-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি। উপরাষ্ট্রপতি পদের জন্য NDA প্রার্থীকে শরিক দলগুলি সম্পূর্ণ সমর্থন করছে বলে জানান তিনি। তিনি লেখেন, ‘রাস্তা থেকে সংসদ, আমরা NDA-র পাশে আছি।’
আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?