Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- হিন্দু শাস্ত্রে চন্দন প্রতিটি পুজোয় প্রয়োজন। চন্দনকে খুবই পবিত্র হিসাবে মনে করা হয়। এমনকি চন্দনের এক সুভাষ রয়েছে। চন্দন কাঠ বা চন্দন কাঠের গুঁড়োয় রয়েছে বিশেষ গুণাগুণ। লাল চন্দন, সাদা চন্দন দুধরনের চন্দন দিয়েই করা যায় নানা টোটকা। চন্দনের এই টোটকাগুলি করার মাধ্যমে আমরা পেতে পারি নানা সমস্যার সমাধান। তবে চন্দনের টোটকা গুলির সমন্ধে জেনে নিন —
আরো পড়ুন :- অর্থকষ্ট দূর করতে শিবের অভিষেক করান এই ভাবে, পাবেন মুক্তি
১. আপনার বাড়ির ছেলে হোক বা মেয়ে, অনেক দিন ধরে বিবাহের জন্য দেখাশোনা করার পরও বিবাহে বিলম্ব হচ্ছে ? সেই ক্ষেত্রে একটি সাদা চন্দনের টুকরো পাত্র বা পাত্রীর হাতে দিয়ে তার পর দেখাশোনার জন্য বসান। এর ফলে বিবাহে বিলম্ব কেটে যাবে।
২. ব্যবসায় ক্ষতি হচ্ছে , লাভের মুখ দেখছেন না ? সেই ক্ষেত্রে কিছুটা গঙ্গা জলের মধ্যে হলুদ বেটে ও চন্দন বেঁটে একত্রে মিশিয়ে ব্যবসার জায়গায় ছিটিয়ে দিন। এছাড়াও লাল চন্দনের গুঁড়ো, অশ্বগন্ধা এবং কর্পুর একসঙ্গে ব্যবসা ক্ষেত্রে জ্বালিয়ে নিন। এর ফলে ব্যবসায় উন্নতি ঘটবে চূড়ান্ত পর্যায়ে।
৩. যখন কোনও গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাবেন, যেমন কোনো চাকরি , ব্যবসা বা অন্য কোনো দরকারি কাজে তখন যেমন আমরা দইয়ের ফোঁটা কপালে লাগাই, তাঁর সঙ্গে একটা চন্দনের ফোঁটা কপালে লাগিয়ে বাইরে যান। এর ফলে যে কাজে যাওয়া হোক না কেন সাফল্য আসবেই।
৪. আমরা সকলেই সকালে ঘুম থেকে উঠে জল দিয়ে হাত-মুখ পরিষ্কার করি, তখন হাতে চন্দন কাঠ ঘষে তার পর হাত ধুয়ে নিতে হবে। এতে জীবনের নানা সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে।
৫. আপনি কি হঠাৎ খুব বেশি বিপদের মুখে পড়ছেন ? সেই ক্ষেত্রে বিপদ থেকে মুক্তি পেতে একটি ছোট লাল চন্দনের টুকরো মা কালীর চরণে রেখে আসুন এবং পরের দিন চন্দন কাঠটা বাড়ি নিয়ে এসে শুদ্ধ জায়গায় রেখে দিন।
৬. জীবনে আর্থিক উন্নতি ও সুখ-সমৃদ্ধির জন্য প্রতি রবিবার সকালে স্নান করে কপালে লাল চন্দনের তিলক আঁকুন।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )