চরমে শুল্কযুদ্ধ ! চিনা পণ্যের উপর ২৪৫ শতাংশ কর চাপাল আমেরিকা

By Bangla News Dunia Dinesh

Published on:

Donald Trump

Bangla News Dunia, Pallab : চরমে আমেরিকা ও চিনের শুল্কযুদ্ধ (US-China Tariff War)। চিনের প্রতিশোধমূলক পদক্ষেপের ফলে এবার চিনা পণ্যের উপর শুল্কের পরিমাণ বাড়িয়ে ২৪৫ শতাংশ করছে ট্রাম্পের প্রশাসন। এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউসের (White House) তরফে।

ট্রাম্প আমদানিকৃত চিনা পণ্য থেকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি নিয়ে তদন্তের অনুমোদন দেওয়ার পরেই এই ঘোষণা সামনে এল। আমদানি করা কোবাল্ট, লিথিয়াম এবং নিকেল, এবং স্মার্টফোন এবং ব্যাটারি (বৈদ্যুতিক যানবাহনের জন্য) তৈরিতে ব্যবহৃত বিরল-পৃথিবী ধাতু, পাশাপাশি সামরিক সরঞ্জাম ছিল এই তালিকায়।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) চিনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছিলেন। এরপরই সামরিক থেকে মহাকাশ বিভিন্ন শিল্পের জন্য জরুরি জার্মেনিয়াম, অ্যান্টিমনি, গ্যালিয়াম ইত্যাদি পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছিল চিন এরপরই ১০ এপ্রিল তিনি শুল্ক আরও বাড়িয়ে ১৪৫ শতাংশ করেন। পালটা চিনও মার্কিন পণ্যের উপর শুল্ক ৮৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করেছিল। এদিকে, গতকালই এক রিপোর্টে দাবি করা হয়, আমেরিকার সংস্থা বোয়িংকে নতুন বিমান সরবরাহের বরাত না দেওয়ার জন্য শি জিনপিংয়ের সরকার নির্দেশ দিয়েছে সে দেশের বিমান পরিবহণ সংস্থাগুলিকে। যার জন্য বিরাট ক্ষতির মুখে পড়বে মার্কিন বহুজাতিক সংস্থাটি। এরই মাঝে আবার বেজিংয়ের উপর ২৪৫ শতাংশ শুল্কের খাঁড়া বসাল ওয়াশিংটন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন