Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাস্তু শাস্ত্র মতে, বিভিন্ন সময়ে নানান বিষয়ে আর্থিক উন্নতিতে বহু সহজ টিপস দেওয়া হয়। তবে অর্থসংকট এমন একটি বিষয়, যা কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। বাস্তু বলছে, ঘরের কয়েকটি জিনিস সঠিক জায়গায় রাখলে তা আর্থিক কষ্ট দূর করে ও আর্থিক উন্নতি এনে দেয়। এমনই একটি বিষয় হল নুন। বাড়িতে সঠিক জায়গায় নুন রাখলে আর্থিক সংকট হয় দূর।
তবে সেই নুন রাখারও বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। কোন দিকে কোন পাত্রে কীভাবে নুন রাখা যাবে, তা নিয়ে রয়েছে বাস্তু টিপস।
আরো পড়ুন :- বাস্তু মতে বাড়িতে রাখুন এই বিশেষ গাছটি ! মিলবে সুখ সমৃদ্ধি
- আর্থিক উন্নতি বাড়িতে দেখতে চাইলে, বাড়ির যেকোনও কোণে সামান্য নুনের সঙ্গে ৪ থেকে ৫ টি লবঙ্গ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এগুলি কাঁচের পাত্রে রাখার কথা বলা হচ্ছে।
- বাড়ির এক কোণে নুন রাখার পর তা সময়মতো তুলে নিন, আর বাড়ির বেসিনে ফেলে দিন।
-
বাড়িতে যদি দম্পতির মধ্যে ঝগড়া অবরত হয়, তাহলে বেডরুমের এক কোণে রেখে দিন নুন। আর তা রাখুন কাচের পাত্রে। অন্যদিকে বাড়িতে বাস্তুদোষ থাকলেও রেখে দিন নুন, বাথরুমের এক কোণে। এতেও সহজে কাটে সমস্যা। এই সহজ নিয়ম পালনের মাধ্যমে বিভিন্ন সমস্যা কাটবে। আর এরই সাথে পরিবারে আর্থিক উন্নতি আসবে।
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)