Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বারো মাসে তের পার্বণ। তবে অনেক উৎসব গুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় থাকে দোল যাত্রা বা হোলি। শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশির ভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। গত প্রায় দু’বছর ধরে করোনার জন্য কিছুটা ছন্দপতন ঘটেছে রঙ খেলায়। সাধারণত ফাল্গুন মাসে হয় দোল উৎসব। জেনে নিন এই বছরের দোলযাত্রা ও হোলির দিনক্ষণ —-
রঙের উৎসবে কম বেশি সামিল হন। আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্যে খুব শুভ বলে মনে করা হয়। রাধা-কৃষ্ণের পুজো করা হয় বিশেষত। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন।
২০২২ সালের দোলযাত্রা ও হোলির তারিখ —-
এই বছর দোলযাত্রা পড়েছে ১৮ মার্চ (বাংলায় ৩ চৈত্র)। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। তবে এবছর হোলি পড়েছে ১৯ মার্চ।
দোল পূর্ণিমা ২০২২-র সময় —–
আগামী ১৭ মার্চ রাত ১:২৯ মিনিট থেকে ১৮ মার্চ বরাত ১২:৪৬ মিনিট পর্যন্ত এই বছর পূর্ণিমা থাকবে।
হোলিকা দহন ২০২২ -র দিনক্ষণ ?
হোলি কা দহন উৎসব হয় গোটা উত্তর ভারত জুড়ে। এই তিথি শুরু হচ্ছে, ১৭ মার্চ সন্ধ্যা ৯.০৩ মিনিটে এবং শেষ হচ্ছে ১০.১৩ মিনিটে। চারিদিক যেন রঙিন হয়ে ওঠে এই সময়ে। বসন্তকে বলা হয় ‘ঋতুরাজ’।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল