Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : এবার ভাইফোঁটার লগ্ন। দেশ জুড়ে ভাইবোনেরা প্রস্তুতি নিচ্ছেন অনুষ্ঠানটির জন্যে। কিন্তু এই বছর ঠিক কবে ভাইফোঁটা ? ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন প্রত্যেক বোন। ভাইফোঁটার বিশেষ তিথিতে বেশ কয়েকটি রীতি পালন করেন। পঞ্জিকা মতে, কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা পালিত হবে। এই বিশেষ তিথি , তা নিয়ে রয়েছে কিছু জল্পনা।
আরো পড়ুন :- ৫০০০ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?
পঞ্জিকামতে, এই বছর দু’দিন ভাইফোঁটা। ২৬ অক্টোবর দুপুর ২টো ৪২ মিনিট থেকে শুরু হচ্ছে দ্বিতীয়া তিথি। এই তিথি ২৭ অক্টোবর দুপুর ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত থাকছে। ফলে ২৬ ও ২৭ অক্টোবর দু’দিনই ভাইফোঁটা।
আরো পড়ুন :- ভোট-খরচে : গোয়ায় বিজেপিকেও হারিয়ে দিল তৃণমূল !
২৬ অক্টোবর দুপুর ২টো ৪২ মিনিট থেকে ২৭ অক্টোবর দুপুর ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত। তবে এই দু’দিনের মধ্যে ফোঁটা দেওয়ার সেরা সময়ও চিহ্নিত রয়েছে। ২৭ অক্টোবর যাঁরা শুভ সময় বেছে ভাইকে ফোঁটা দিতে চান, তাঁরা বেলা ১১ টা ০৭ মিনিট থেকে ১২ টা ৪৫ মিনিট সময়ের মধ্যে দিতে চেষ্টা করবেন।
এই বিশেষ তিথি ‘যম দ্বিতীয়া’ নামে পরিচিত। কথিত আছে, এই বিশেষ দিনে বা তিথিতে বোন যমুনার বাড়ি গিয়েছিলেন ভাই যমরাজ। সেদিন যমুনার হাতের রান্না করা খাবার খান মৃত্যুর দেবতা। এবং খেয়ে খুবই খুশি হন তিনি। তখন বোন যমুনা তাঁর দাদার কাছ থেকে আশীর্বাদ চান। এই ঘটনার পর থেকেই দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- DA : জানুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেতনের ফারাক কত হল ?
আরো পড়ুন :- দুর্গাপূজা : ষ্টার হিন্দু ক্রিকেটারকে হুমকি, ইসলাম গ্রহণ করতে চাপ
আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর
আরো পড়ুন :- মমতার মিম বানিয়ে গ্রেফতার যুবক ! বিরোধীদের দাবি, বাক স্বাধীনতা খণ্ডনের চেষ্টা
আরো পড়ুন :– আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার !