Bangla News Dunia, Pallab : আমেরিকার সঙ্গে চিনের শুল্কযুদ্ধ অব্যাহত। এই যুদ্ধে যে ভারতকে পাশে চাইছে চিন, তা আগেই জানা গিয়েছিল (India-China)। বর্তমানে চিনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কও ভালো পর্যায়ে রয়েছে। এই সম্পর্ক যে আরও ভালোর দিকেই এগোচ্ছে তা ফের বোঝাতে চাইল চিন। কারণ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত ভারতে অবস্থিত চিনা দূতাবাস (Chinese Embassy) থেকে ৮৫ হাজারেরও বেশি ভারতীয়কে ভিসা দিয়েছে (Visa issued)। একথা জানিয়েছেন চিনা রাষ্ট্রদূত জু ফেইহং। এমনকি তিনি আরও ভারতীয়কে চিন সফরে যেতে এবং সেদেশের ‘উন্মুক্ত, নিরাপদ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ’ উপভোগ করার আমন্ত্রণও জানিয়েছেন।
আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন
এক্স হ্যান্ডেলের একটি পোস্টে ভারতীয়দের ‘বন্ধু’ বলে সম্বোধন করে চিনা রাষ্ট্রদূত লেখেন, ‘২০২৫ সালের ৯ এপ্রিল পর্যন্ত ভারতে অবস্থিত চিনা দূতাবাসের তরফে ৮৫ হাজারেরও বেশি ভারতীয়কে ভিসা দিয়েছে। আরও ভারতীয় বন্ধুদের উন্মুক্ত, নিরাপদ, প্রাণবন্ত, আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ চিনের অভিজ্ঞতা নেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি।’
ভারতীয়দের চিনের ভিসা মঞ্জুর করার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। ২০২৩ সালে সারা বছরে ১ লক্ষ ৮০ হাজার ভারতীয়কে ভিসা দেওয়া হয়েছিল, সেখানে ২০২৫ সালের প্রথম চার মাসেই ৮৫ হাজারেরও বেশি ভারতীয়র ভিসা মঞ্জুর হয়েছে। সেই সঙ্গে গত বছর ভিসার আবেদনের ক্ষেত্রে চিনা দূতাবাস বেশ কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে। এখন ভিসার আবেদন করার সময় অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার প্রয়োজন নেই ভারতীয়দের। পরিবর্তে সরাসরি ভিসা কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও ১৮০ দিনের কম সময়ের জন্য চিনে ভ্রমণ করতে গেলে আবেদনকারীকে আর বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হয় না। দ্রুত ভিসা মঞ্জুর করার বিষয়টিতে জোর দেওয়ার পাশাপাশি ভিসা আবেদনের ফিও কমানো হয়েছে। যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিকে, সম্প্রতি চিনা পণ্যে চড়া শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পালটা মার্কিন পণ্যে শুল্ক আরোপ করেছে চিনও। এই পরিস্থিতিতে ভারতকে পাশে চেয়ে চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘দুই বৃহত্তর উন্নয়নশীল দেশের উচিত সমস্যা কাটিয়ে ওঠার জন্য একে অপরের পাশে দাঁড়ানো।’ এই আবহেই ফের ভিসা সম্পর্কিত তথ্য জানিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতির ইঙ্গিত দিল চিন।