চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আগামী সপ্তাহের শুরুতেই দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের নয়টি সংগঠন । আগামী, 24 ও 25 মার্চ ধর্মঘটের কারণে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে । ফলে ব্যাঙ্কিং পরিষেবা কতটা মিলবে, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে । যদিও এটিএম বন্ধ থাকবে না । তবে, মাসের চতুর্থ শনিবার, রবিবারের ছুটির পর দু’দিনের ধর্মঘট মিলিয়ে মোট চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় অধিকাংশ এটিএম ‘ড্রাই’ বা নগদ শূন্য হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও’ মঞ্চের মুখপাত্র তথা এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশনের (বেঙ্গল সার্কেল) প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি অশোক মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন

সোমবার নয়টি ব্যাঙ্ক কর্মী সংগঠনের পক্ষ থেকে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU) সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেছে । এই প্রসঙ্গে ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও’ মঞ্চের মুখপাত্র অশোক মুখোপাধ্যায় বলেন, “মূলত, এই ধর্মঘটে দুটি দাবি তুলে ধরা হবে ৷ প্রথমত, দীর্ঘদিন ধরে ব্যাঙ্কিং ক্ষেত্রে স্থায়ী কর্মী নিয়োগ বন্ধ রয়েছে বা সে ভাবে হচ্ছেই না ৷

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

এর ফলে প্রভাবিত হচ্ছে ব্যাঙ্কিং পরিষেবা ৷ তাই স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে ৷ এর পাশাপাশি, সপ্তাহে পাঁচ দিন কাজ এবং শনি-রবিবারে ব্যাঙ্ক বন্ধ, এই ব্যবস্থা কবে থেকে তা কার্যকর হচ্ছে ? এই ধর্মঘটের মাধ্যমে তার উত্তর পেতে যাচ্ছেন ব্যাঙ্ককর্মীরা ৷ ফলে এই ধর্মঘটের প্রভাব ব্যাঙ্কের শাখার পাশাপাশি এটিএম পরিষেবাতেও পড়তে চলেছে ৷”

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন