চলতি শিক্ষাবর্ষে নতুন নিয়ম জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যের প্রতিটা শিক্ষার্থীর জীবনের প্রথম বোর্ড পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা মাত্র কয়েকটা দিন আগেই শেষ হলো। আর এই পরীক্ষা শেষ হতে হতেই আবারো রাজ্য সরকার জোর কদমে প্রস্তুতি করছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার। যে পরীক্ষাটি আরম্ভ হচ্ছে আগামী 3রা মার্চ থেকে।

আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন

যার ফলে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি এখন তুঙ্গে উঠেছে। অন্যদিকে আবার পরীক্ষা পর্বের আগেই রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ কড়া করার নিয়মের কথা জানিয়ে দিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যে সমস্ত নিয়ম পরীক্ষার্থীদের একদম কঠোরভাবে মানতে হবে। আর এই সমস্ত নিয়মের মাঝেই আবার পরবর্তী নয়া শিক্ষাবর্ষ নিয়ে জারি করা হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। এখন প্রশ্ন হচ্ছে কি কি নতুন নিয়ম জারি করেছে এই সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ? সেটা এবার দেখে নিন একটু।

নতুন কি কি নিয়ম জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ?

গত বছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট 4 পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে। সেক্ষেত্রে পড়ুয়ারদের নির্বাচিত বিষয় গুলির মধ্যে যে বিষয় গুলি প্র্যাকটিক্যাল রয়েছে, সেখানে জটিল অংকের দ্রুত সমাধান করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা।

কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কয়েক মাস আগে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্টভাবে জানি দেওয়া হয়েছে যে উচ্চমাধ্যমিকে সেমিস্টার ব্যবস্থায় একদমই ব্যবহার করতে পারবে না ক্যালকুলেটর শিক্ষার্থীরা। যার ফলেই মূলত করুন এক চিন্তার মধ্যে পড়ে গেছে তারা। তাই শিক্ষার্থীদের কথা ভেবে নিয়মে এক বড় পরিবর্তন নিয়ে আসলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে নিয়ম বলি শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে গ্রহণযোগ্য হবে থিওরি পরীক্ষাতে নয়।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার নিয়ে সম্প্রতি শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, আগামী 2025-26 শিক্ষাবর্ষে থেকে পরীক্ষা সিলে ক্যালকুলেটর ব্যবহারের ছাড়পত্র দেওয়া হল।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

তবে ক্যালকুলেটর ব্যবহার করতে ছাড়পত্র দেওয়া হল বলে এই নয় যে, তারা পরীক্ষাতে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে, এটা কিন্তু ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে শুধুমাত্র নরমাল ক্যালকুলেটর। তবে এই নিয়মটি প্রচুর সংখ্যক মানুষ এখনো মন থেকে মেনে নিতে পারছে না। শিক্ষক মহল থেকে জানানো হয়েছে যে, শুধু প্র্যাকটিক্যাল পেপার নয় থিওরি পরীক্ষাতেও জটিল অংক থাকে, সেক্ষেত্রেও পড়ুয়ারা সেই সমস্ত অংক করতে গিয়ে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে পারে, তাই আমরা দাবি জানাচ্ছি সেদিকেও যেন শিক্ষা সংসদ নজর দেয়।

এদিকে আবার অনেক শিক্ষকরা জানাচ্ছে যে, নতুন শিক্ষাবর্ষে চালু হয়েছে স্কুল লেভেলে সেমিস্টার ব্যবস্থা। তাদের থিওরি পরীক্ষায় ক্যালকুলেটর বিশেষ একটা প্রয়োজন পড়বে না। মূলত তার জন্য পড়ুয়াদের কথা ভেবেই প্র্যাকটিক্যালি ক্যালকুলেটর ব্যবহারে সিদ্ধান্ত নেওয়া যথাযথ হয়েছে বলে মনে করছে বেশ অনেকেই।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন