চলন্ত পুলকারে বিধ্বংসী আগুন, চালকের উপস্থিত বুদ্ধিতে প্রাণ বাঁচল14 শিশুর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চলন্ত পুলকারে বিধ্বংসী আগুন । তবে চালকের উপস্থিত বুদ্ধির জোরে অল্পের জন্য প্রাণ বাঁচল কচিকাঁচাদের । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা শহরে । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারির দেবীডাঙা এলাকায় । এই ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ ও প্রশাসনের ভূমিকা । পাশাপাশি গাফিলতির অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ছুটির পর মাটিগাড়ার বেসরকারি একটি ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের 14 জন ছাত্রছাত্রীকে নিয়ে চম্পাসারির দেবীডাঙা এলাকায় পৌঁছয় পুলকারটি । সেই সময় আচমকা যান্ত্রিক ত্রুটির কারণে ওই পুলকারটিতে আগুন ধরে যায় । বিপদ আঁচ করতে পেরে তৎক্ষণাৎ গাড়ির চালক গাড়িটি থামিয়ে দেন । তারপর দ্রুততার সঙ্গে পড়ুয়াদের গাড়ি থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান তিনি । এদিকে মুহূর্তের মধ্যে গোটা গাড়িটিতে দাউ দাউ করে আগুন ধরে যায় । ভস্মীভূত হয়ে যায় গাড়িটি ।

এই ঘটনা দেখে এগিয়ে আসেন আশপাশের থাকা স্থানীয় ব্যবসায়ীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশ ও দমকল । দমকল পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে । তবে ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ।

আরও পড়ুন:- হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকীর, জানুন কী কথা হল?

গাড়ির চালক আক্রম বারা বলেন, “আচমকা ইঞ্জিনে একটি বিস্ফোরণের মতো হয় । আমি বেগতিক দেখেই গাড়ি থামিয়ে বাচ্চাদের আগে নামাই । তারপরেই গোটা গাড়িতে আগুন লেগে যায় ।”

ETV BHARAT

পুড়ে ছাই গোটা গাড়ি

 

এই বিষয়ে অভিভাবক, সোমনাথ ঝা ও মিতা ঠাকুর বলেন, “খবরটা পেয়ে আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম । খবর পাই যে, পুলকারে আগুন লেগেছে । আগে জানতে চাই বাচ্চারা ঠিক আছে কি না ৷ ছুটে এসে দেখি গোটা গাড়ি দাউদাউ করে জ্বলছে । খুবই ভয় পেয়েছি আমরা । স্কুল কর্তৃপক্ষের অবশ্যই উচিত শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করা । চালকের তৎপরতায় অল্পের জন্য শিশুদের প্রাণ বেঁচে গিয়েছে । এই ধরনের গাফিলতি মানা যায় না ।”

ETV BHARAT

হঠাৎই আগুন লেগে যায়

 

প্রধাননগর থানার আইসি বিডি সরকার বলেন, “পুলকারে 14 জন শিশু ছিল । সব শিশুই নিরাপদে রয়েছে ।” স্কুলের ইনচার্জ সুব্রত পালিত বলেন, “গাড়ির ফিটনেস টেস্ট করা হয়েছিল । প্রতিদিনই ফিটনেস যাচাই করে দেখা হয় । আজও হয়েছিল । তবে গাড়িটি ভাড়াতে নেওয়া । কেন এমন ঘটনা ঘটল সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখব ।”

আরও পড়ুন:- আপনার শিশুও কি পট্যাটো চিপসের ভক্ত? অবশ্য়ই জেনে রাখুন এই জিনিস

আরও পড়ুন:- হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পাতে রাখুন এই ফলগুলি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন