Bangla News Dunia, Pallab : তিনবার কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে বিজেপির (BJP) সংসারে শ্রীবৃদ্ধি ঘটেই চলেছে। দেশের সবকটি সর্বভারতীয় রাজনৈতিক দলের নিরিখে চাঁদা বা অনুদান প্রাপ্তিতে শীর্ষস্থানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআরের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে চাঁদা বা অনুদান প্রাপ্তির হিসেবে শীর্ষস্থান দখল করেছে বিজেপি। এই সময়কালের ভিতর বিজেপি ৮৩৫৮টি চাঁদা বা অনুদান থেকে ২২৪৩.৯৪৭ কোটি টাকা পেয়েছে।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন
অপরদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস ১৯৯৪টি অনুদান থেকে মাত্র ২৮১.৪৮ কোটি টাকা পেয়েছে। এই তালিকায় বিজেপি, কংগ্রেসের পরই রয়েছে আপ, সিপিএম, এনপিপি এবং মায়াবতীর বসপা। ২ বছর আগে সর্বভারতীয় তকমা খোয়ানোয় ওই তালিকায় রাখা হয়নি তৃণমূলকে।
সর্বভারতীয় রাজনৈতিক দলগুলি ২০ হাজার টাকার বেশি যে পরিমাণ চাঁদা পেয়েছে তার খতিয়ান তুলে ধরতে গিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ অবস্থা এডিআরের। তাদের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে সর্বভারতীয় রাজনৈতিক দলগুলি মোট যে পরিমাণ চাঁদা পেয়েছিল, তার সিংহভাগই (৮৮ শতাংশ) গিয়েছে বিজেপির ভাঁড়ারে। আবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হিসেব ধরে জানানো হয়েছে, দিল্লি থেকে সর্বাধিক চাঁদা বা অনুদান দেওয়া হয়েছে (৯৮৯.২০ কোটি টাকা)। তারপরই রয়েছে গুজরাট (৪০৪.৫১২ কোটি টাকা), মহারাষ্ট্র (৩৩৪.০৭৯ কোটি টাকা), তামিলনাডু (১৪২.৭০৯ কোটি টাকা) এবং তেলেঙ্গানা (১১২.৯৩৭ কোটি টাকা)। পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিক দলগুলির কাছে চাঁদা গিয়েছে মোট ৮৪.২২১ কোটি টাকা।
২০২২-২৩ অর্থবর্ষে বিজেপি চাঁদা বাবদ পেয়েছিল ৭১৯.৮৫৮ কোটি টাকা। পরবর্তী অর্থবর্ষে তাদের চাঁদা প্রাপ্তির হার ২১১.৭২ শতাংশ বেড়েছে। একইভাবে কংগ্রেসের চাঁদা প্রাপ্তির হার অবশ্য বিজেপির থেকেও বেশি (২৫২.১৮ শতাংশ)। ২০২২-২৩ অর্থবর্ষে ৭৯.৯২৪ কোটি টাকা চাঁদা পেয়েছিল হাত শিবির। তবে অরবিন্দ কেজরিওয়ালের আপের চাঁদার হার কমে গিয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে তারা পেয়েছিল ৩৭.১০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে সেটা কমে হয়েছে ১১.০৬২ কোটি টাকা। সিপিএম ২০২২-২৩ অর্থবর্ষে পেয়েছিল ৬.০৭৭ কোটি টাকা চাঁদা। সেটা ২০২৩-২৪ অর্থবর্ষে বেড়ে হয়েছে ৭.৬৪১ কোটি টাকা। মায়াবতীর বসপা অবশ্য গত ১৮ বছরের মতো ২০২৩-২৪ অর্থবর্ষেও ২০ হাজার টাকার বেশি অনুদান পায়নি বলে দাবি করেছে। চাঁদা দেওয়ার ব্যাপারে শীর্ষে রয়েছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট। বিজেপি-কংগ্রেসকে মিলিয়ে তারা মোট ৮৮০ কোটি টাকা অনুদান দিয়েছে। তার মধ্যে বিজেপিকে ৭২৩.৬৭৫ কোটি টাকা এবং কংগ্রেসকে ১৫৬.৪০২৫ কোটি টাকা দিয়েছে তারা। প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্টের পরই রয়েছে ট্রায়াম্প ইলেক্টোরাল ট্রাস্ট এবং ডিরাইভ ইনভেস্টমেন্ট।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে