চাঁদের একাংশের বয়স জানাল ভারত, তখন পৃথিবীর কি অবস্থা ছিল তাও জানাল

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চাঁদের দক্ষিণভাগে পা রেখেছে ভারত। ২০২৩ সালে চন্দ্রযান-৩-এর সাফল্য বিশ্বকে সগর্বে জানান দিয়েছিল মহাকাশ বিজ্ঞানে ভারত কোনও অংশে পিছিয়ে নেই। চাঁদের দক্ষিণ মেরুর কাছে পদার্পণ করে ভারতের ল্যান্ডার বিক্রম।

তার পেট থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। যে চাঁদের বুকে বেশ কিছুটা পথ পরিক্রমাও করে। অনেক তথ্য সংগ্রহ করে। চাঁদের ওই অংশে সেটাই ছিল পৃথিবীর প্রথম স্পর্শ। সেই চন্দ্রযান-৩-এর সাফল্যের হাত ধরে এবার বিশ্বকে এমন এক তথ্য দিল ভারত যা আগে বিজ্ঞানীদের অজানা ছিল।

আরও পড়ুন:- টানা ৫ দিনই দাম বেড়েছে, সামনের সপ্তাহে নজর রাখুন এই ৮ স্টকে

ইসরো এবং আমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি-র বিজ্ঞানীরা যৌথভাবে চাঁদের যে অংশে চন্দ্রযান-৩ পা রাখে সেই স্থান সহ তার আশপাশের বিস্তীর্ণ এলাকার জিওলজিক্যাল ম্যাপিং-এর কাজ করছিলেন। সেখানে তাঁরা দেখতে পান ভূখণ্ডের বৈভিন্নতা রয়েছে।

৩ ধরনের ভূখণ্ড নিয়ে তৈরি হয়েছে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের ওই বিস্তীর্ণ এলাকা। যার বয়স ৩.৭ বিলিয়ন বছর। ৩৭০ কোটি বছর আগে ওই জায়গাটি তৈরি হয়েছিল চাঁদে।

সে সময় পৃথিবীতে আণুবীক্ষণিক প্রাণের জন্ম হচ্ছিল। বলা যায় সে সময় পৃথিবীতে কার্যত কোনও প্রাণের প্রথম সঞ্চার শুরু হয়েছিল। চাঁদ সম্বন্ধে এই তথ্য অবশ্যই আগামী দিনে বিজ্ঞানীদের গবেষণায় কাজে আসবে।

প্রসঙ্গত চাঁদে এখন আর্টেমিস মিশনের হাত ধরে আমেরিকা মানুষ পাঠানোর উদ্যোগ নিয়েছে। যা বাস্তবায়িত হবে খুব দ্রুত। চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে ভারতও।

আরও পড়ুন:- লিভারের অসুখের ঝুঁকি কমাতে এই অভ্যাসগুলি থেকে দূরে থাকতে হবে

আরও পড়ুন:- বাংলা আবাস যোজনায় আরো ১ লক্ষ বাড়ি দিচ্ছে। আবাস যোজনা ঘরের লিস্ট ও ঘরের টাকা পেতে কি করবেন? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন