চাকরিজীবীদের আয়কর রিটার্ন নিয়ে জরুরি আপডেট ! কবে থেকে ট্যাক্স জমা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : চাকরিজীবীদের আয়কর রিটার্ন (Tax Return Filing) নিয়ে বড় আপডেট। কবে থেকে ট্যাক্স জমা করা যাবে, তাই নিয়ে ভাবছিলেন সকল চাকরিপ্রার্থীরা। ইতোমধ্যে নতুন আর্থিক বছর শুরু হয়েছে। ফলে কোন তারিখ থেকে টাকা রিফান্ড বা টাকা ফেরানো শুরু হবে সেটা নিয়েও ভাবছিলেন চাকরিপ্রার্থীরা। আসুন আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

Tax Return Filing 2025 Details

চলতি বছর অর্থাৎ ২০২৫-’২৬ মূল্যায়ন বছরের (অ্যাসেসমেন্ট ইয়ার) আয়কর রিটার্ন যারা জমা করবেন, তাঁদের জন্য জরুরী আপডেট। মূলতএই আয়কর রিটার্নের দেখভাল করে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। এপ্রিল থেকেই এই প্রক্রিয়াটি শুরু হয়ে যায়। সেক্ষেত্রে গত বছর ফেব্রুয়ারিতে আয়কর রিটার্ন জমা করার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল সরকারের তরফে। যদিও চলতি বছরের ক্ষেত্রে এখনও তা দেওয়া হয়নি। আপাতত জানা যাচ্ছে যে, এপ্রিল মাসের শেষের দিকে হয়তো তা জারি হবে।

আয়কর রিটার্নের আগে প্রয়োজনীয় নিয়ম

আয়কর রিটার্ন জমা করার সময়ে একজন ব্যক্তিকে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। এতে যদি কোনও অসঙ্গতি বা ত্রুটি ধরা পড়ে তাহলে করদাতার টাকা ফেরত পেতে দেরি হবে। শুধু তাই নয়, এছাড়াও যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত যাবে, আপনাকে সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং প্যান কার্ড সংযুক্ত রাখতে হবে। এছাড়াও মনে রাখুন, অডিট বহির্ভূত ক্ষেত্রে আগে রিটার্ন জমা পড়লে সেক্ষেত্রে ৩১ জুলাইয়ের মধ্যেই টাকা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন