চাকরিহারাদের লাঠিপেটা-লাথি পুলিশের, কী বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্কুল সার্ভিস কমিশনের চাকরিহারাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। তা নিয়ে উত্তাল রাজ্য। বিজেপি-সহ সব রাজনৈতিক দল এর নিন্দা করেছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। চাকরিহারাদের উপর লাঠিচার্জের ঘটনা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারারা একদিকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করছেন আবার আন্দোলনও করছেন, এমনটা চলতে পারে না। বললেন, তিনি। জানান, চাকরিহারাদের আগে নিজেদের অবস্থান ঠিক করতে হবে।

চাকরিহারাদের নিয়ে গত সোমবার নেতাজি ইন্ডোরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গের অবতারণা করে শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তারপরও কেন চাকরিহারারা এভাবে আন্দোলন করছেন? ব্রাত্যর কথায়, ‘মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার পরও চাকরিহারারা কেন গেলেন ডিআই অফিসে? ছাত্র-ছাত্রীদের নেতৃত্ব স্থানীয়দের সঙ্গে বৈঠক হয়েছে। কীভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। শুক্র বা শনিবার অথবা এই সপ্তাহে মিটিং হবে। সেখানে আমি থাকব। এসএসসি চেয়ারম্যান, সচিবও থাকবেন। সুরাহা বের করার কথা চাকরিহারাদের সঙ্গে। তাঁরা সরকারের কাছে দাবি করছেন একাধিক। সেগুলো বিবেচনা করা হবে। শিক্ষা দফতর তাঁদের সাহায্য করছে। তারমধ্যে আন্দোলন কেন? লড়াই তো স্থগিত রাখা যেত। চাকরিহারাদের এই পন্থা কাম্য নয়। চাকরিহারারা আমাদের সঙ্গে বসতে চাইছেন। আবার আন্দোলন করছেন। দুটো একসঙ্গে হতে পারে না।’

কসবাতে পুলিশের যে আচরণ তা অনভিপ্রেত। এই মন্তব্য করে ব্রাত্য বসুর চাকরিহারাদের প্রতি বার্তা, ‘কারও প্ররোচনায় পা দেবেন না। আমরা যোগ্যদের প্রতিরক্ষা দেব। আমরা যোগ্যদের পাশে আছি। ফলে ধৈর্য রাখতে হবে। সংযত থাকতে হবে। কেন ডিআই অফিসে হামলা চালানো হচ্ছে, তালা ভাঙা হচ্ছে? এগুলো কাম্য নয়।’

সুপ্রিম কোর্টের নির্দেশের পর কি বেতন বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নও উঠতে শুরু করেছে। আশঙ্কা প্রকাশ করেছেন খোদ চাকরিহারারা। সেই বিষয়ে ব্রাত্য বসু বলেন, ‘কোথাও বেতন বন্ধের কথা বলা হয়নি। আশঙ্কার কোনও কারণ নেই। আপনারা হয় আশঙ্কা করুন বা বলুন ওই সরকারে আস্থা রাখতে পারছি না।’

আজ দুপুর দুটোর সময় বিকাশ ভবনে গিয়ে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা ছিল বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তবে চাকরিহারাদের উপর হামলার নিন্দা করে সেই বৈঠক বাতিল করেছেন প্রাক্তন বিচারপতি। এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসির দফতরেও তো  না গেলেই পাপরতেন অভিজিৎবাবু। এসএসসি অফিসও তো সরকারের প্রতিষ্ঠান। আমরা তো বসেছিলাম বিকাশ ভবনে। উনি এলেন না। কেন আসেননি জানি না। উনি নিজেই প্রস্তাব দিয়েছিলেন।’

রাজ্য় সরকারের অবস্থানও পরিষ্কার করে দেন ব্রাত্য। বলেন, ‘চাকরিহারাদের জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছি। রিভিউ পিটিশনও করা হবে। আইনজীবীদের সাহায্য নিয়ে কাজ এগোচ্ছে। সেজন্য একটু সময় দিতে হবে।’

আরও পড়ুন:- প্রতিমাসে ফ্রিতে রেশন পেতে চান? তার জন্য কি করতে হবে? এক ক্লিকে জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন