চাকরিহারা শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাস ! কী জানালেন ব্রাত্য বসু ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে শুরু হয়েছে তুমুল উদ্বেগ ও চরম উত্তেজনা। এরই মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষকদের বেতন নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ বার্তা, যা চাকরিহারা যোগ্য শিক্ষকদের মনে স্বস্তির যোগান দিয়েছে।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

শিক্ষামন্ত্রীর বক্তব্য: চাকরিচ্যুতি বা বেতন বন্ধ নয়

পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু চাকরি হারা শিক্ষকদের জন্য বিশাল বড় একটি ঘোষণা করেছেন। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “এই মুহূর্তে কোনো শিক্ষককে স্কুল থেকে বাদ দেওয়া হয়নি, এবং কারো বেতন বন্ধ করারও সিদ্ধান্ত নেওয়া হয়নি।” তিনি জানান, সুপ্রিম কোর্টের রায়ের সম্পূর্ণ ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই আবেদন জানিয়েছে। এর পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন কারো চাকরি যাবে না সকলেই চাকরি ফিরে পাবেন। মন্ত্রী আরও বলেন, “চাকরিহারা শিক্ষকদের নাম এখনও বেতন পোর্টালে থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে, যা প্রশাসনিক কারণে সাময়িক।” এর ফলে যাদের চাকরি চলে গিয়েছে তারা সকলেই আপাতত ভাবে বেতন পাবেন।

কসবায় সংঘর্ষ নিয়ে প্রতিক্রিয়া 

চাকরিহারা শিক্ষকেরা দিকশুন্য হয়ে গিয়েছেন এবং তারা তাদের হকের চাকরি ফিরে পেতে বিভিন্ন আন্দোলন অনশন করছেন। এরই মধ্যে কসবায় আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পুলিশের মুখোমুখি হওয়া এবং লাঠিচার্জের ঘটনায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “আমরা এই শিক্ষকদের পাশে রয়েছি, তবে প্রত্যাশা করি তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাবেন।” সরকার চাকরি হারাদের পাশে সর্বদাই রয়েছে। তবে যেহেতু পুলিশের লাঠিচার্জ এবং নির্মম অত্যাচারের ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে তাই এ ব্যাপারে শিক্ষামন্ত্রী কোনো সরাসরি প্রতিক্রিয়া দেননি।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন