Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৫,৭৩৫ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁদের সঙ্গে বৈঠক করেন।
চাকরিহারারা মুখ্যমন্ত্রীর সামনে তাঁদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন, যার মধ্যে ছিল সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল, পুনর্বিবেচনা প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বরখাস্তের চিঠি না দেওয়া, এবং নতুন করে পরীক্ষার কোনও বিজ্ঞপ্তি জারি না করা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আশ্বাস দিয়ে বলেন, “আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ।” তিনি আরও জানান, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার জন্য দক্ষ আইনজীবীদের মাধ্যমে আইনি পদক্ষেপ নেবে।
বৈঠকে উপস্থিত ছিলেন রানি রাসমনি গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অমিয় কুমার পণ্ডা, কথাসাহিত্যিক আবুল বাশার এবং কবি সুবোধ সরকার, যাঁরা সকলেই চাকরিহারাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা করেন।
মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করে বলেন, “চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা আছে। তাঁদের ধিক্কার জানাই।” তিনি সিপিএমের ভূমিকারও সমালোচনা করেন এবং বলেন, “আমি অনেক কথা জেনেও সিপিএমের কারও কোনও চাকরি খাইনি।”
মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের আশ্বস্ত করে বলেন, “আমরা দু’মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব। যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না।” তিনি সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাইবেন বলেও জানান এবং বলেন, “কাউকে না খাইয়ে মারার অধিকার তো কারও নেই।”